দেবস্মিতা দলুইঃ আবারও করোনার ভ্রূকুটি। এবার খেলায়।
করোনার কারণে স্থগিত করা হল এশিয়ান গেমস 2022। চলতি বছরের সেপ্টেম্বর মাসে চীনের হ্যাংজু শহরে এই খেলা হওয়ার কথা ছিল।
অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সদস্যরা আজ তাশকেন্টে একটি মিটিং ডেকে এই সিদ্ধান্তে আসেন যে করোনার ক্রমবর্ধমান পরিস্থিতিতে এশিয়ান গেমসটি স্থগিত রাখাই ভালো। 2023 সাল অবধি এশিয়ান গেমসটি স্থগিত রাখা হয়েছে, এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, দেশের বৃহত্তম শহর সাংহাই থেকে হ্যাংজু 200 কিলোমিটার দূরে অবস্থিত। 2019 সাল থেকেই চীন কোভিড-19 ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বের শীর্ষস্থানে ছিল।