ওয়েব ডেস্কঃ এশিয়া কাপের (Asia Cup 2022 Schedule) সূচি প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২৭ আগস্ট শুরু হলেও ভারতের যাত্রা শুরু হচ্ছে ২৮ আগস্ট হাইভোল্টেজ ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচ দিয়ে। আসন্ন টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপও হবে ২০ ওভারে।
আয়োজক দেশ হিসাবে শ্রীলঙ্কা চেয়েছিল তাদের দেশেই এই টুর্নামেন্ট হোক। তবে সে দেশের বর্তমান সঙ্কট পরিস্থিতির কথা ভেবে আরব আমিরশাহিতে স্থানান্তরিত হয় এশিয়া কাপ। ম্যাচগুলি হবে দুবাই এবং শারজাতে।
করোনা পরিস্থিতির কারনে গত বছর ভারত আয়জিত টি-২০ বিশ্বকাপও হয়েছিল আরবে। সেই বিশ্বকাপের সুপার ১২-এ পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত। অধিনায়ক রোহিত শর্মা সে হারের বদলা নিতে পারে কিনা সেটাই দেখার।
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করা হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে। দেখে নিন কবে কোন দেশ মাঠে নামছেঃ
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ