সুদীপ ঘোষঃ আবার বিশ্বমঞ্চে সম্মানিত হল বাংলা সিনেমা। অনিক দত্ত পরিচালিত “অপরাজিত” (Aparajito) পেল আন্তর্জাতিক পুরস্কার। বিশ্ববরেণ্য চলচিত্রকার সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে তৈরি অনিক দত্তের “অপরাজিত”- এর মুকুটে এল নতুন পালক।
চীনে অনুষ্ঠিত ব্রিকস ফিল্ম ফেস্টিভালে “অপরাজিত” পেল সেরার শিরোপা। জিতু কামাল ও সায়নী ঘোষ অভিনীত “অপরাজিত” চীনের সাংহাই (China, Sanghai) শহরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শিত হয়। আর উৎসবের শেষের দিন পুরস্কার বিতরণী পর্বে “অপরাজিত” জিতে নেয় “সেরা জুড়ি অ্যাওয়ার্ডস”। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বাংলা সিনেমা জগতে।
ফিরদুসাল হাসান প্রযোজিত “অপরাজিত” সিনেমা তৈরি হয়েছে অস্কারজয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের তৈরি প্রথম সিনেমা “পথের পাঁচালী” ছবি তৈরির ইতিহাস নিয়ে। সিনেমা মুক্তি পাওয়ার পরই শুরু হয় বিতর্ক । এই ঐতিহাসিক পেক্ষাপটে তৈরি সিনেমা প্রথমে সিনেমা হল না পাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। তারপর কলকাতার সরকারি হল “নন্দনে” শো না পাওয়া নিয়েও উঠে জোর বিতর্ক। কিন্তু এই সিনেমার অসাধারণ অভিনয় ও সিনেমাট্রোগ্রফি দর্শকদের মন জয় করে। দর্শকদের চাহিদায় একের পর এক হল পেতে থাকে এই সিনেমা। মহামারীর পরবর্তী দর্শকদের বিচারে সেরা হিট হয় এই বাংলা সিনেমা। তখনই এই সিনেমার মুকুটে আসতে থাকে একের পর এক নতুন পালক।
রাজ্যের বাইরে দেশের একাধিক শহরে প্রদর্শিত হয় সিনেমা। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রদর্শিত হয় গ্রেট সত্যজিৎ রায়ের জীবনী। একের পর এক ফিল্ম ফেস্টিভালে প্রশংসিত হয় এই সিনেমা। এবার এই “অপরাজিত” পেল আন্তর্জাতিক সেরার শিরোপা। এই খবর সামনে আসতেই বাংলা সিনেমার কলাকুশলীরা অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন অনিক দত্ত, জিতু কামাল ও সায়নী ঘোষদের। প্রবাদপ্রতিম সত্যজিৎ রায়ের হাত ধরে যে বাংলা সিনেমা বিশ্বের দরবারে প্রথম প্রশংসিত হয়েছিল , তার জীবনের কাজের দক্ষতা ও সংগ্রাম নিয়ে তৈরি সিনেমা “অপরাজিত” আরও একবার বাংলা সিনেমাকে আন্তর্জাতিক সম্মান এনে দিল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ