সুদীপ ঘোষঃ আগামী ১৩মে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে অস্কারজয়ী সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে তৈরি সিনেমা “অপরাজিত”। জন্ম শতবর্ষে বিশ্বজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি পরিচালক অনিক দত্তের এ এক অনন্য শ্রদ্ধার্ঘ্য।
বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় রচিত “পথের পাঁচালী”কে সত্যজিৎ রায়ের সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার সংগ্রাম নিয়েই তৈরি হয়েছে এই “অপরাজিত”। এই সিনেমার প্রযোজনা করেছে “ফ্রেন্ডস কমিউনিকেশন”। ছবিতে মানিক বাবুর চরিত্রে দেখা যাবে জিতু কামাল। আর মানিক বাবুর স্ত্রীর বিজয়া রায়ের চরিত্রে অভিনয় করেছেন সায়নী ঘোষ।
অভাব কে নিত্য সঙ্গী করে কালজয়ী সিনেমা তৈরির নেপথ্য কাহিনী ফুটে উঠেছে এই সিনেমায়। না শুধু অর্থের অভাব নয়, সঙ্গে রয়েছে বিভিন্ন ব্যঙ্গ ও অপমান।
এমনকি অভিনেতা- অভিনেত্রী চয়ন ও প্রযোজক পাওয়া নিয়েও অনেক কাঠ- খড় পোড়াতে হয় অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায় কে। এইরকম একাধিক সমস্যার সাথে মানিক বাবুর লড়াইয়ের গল্প নিয়েই তৈরি এই সিনেমার প্রেক্ষাপট।
এর আগে গত ২৪ এপ্রিল সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে “অপরাজিত” এর ট্রেলার প্রকাশিত হয়। তারপর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ বাড়তে থাকে। গত ২রা মে রায় মহাশয়ের জন্মবার্ষিকীতে অফিসিয়াল টিকিট বুকিং শুরু হয়। এখন সত্যজিৎ রায়ের গুণগ্রাহীরা তাকিয়ে আছেন আগামী ১৩ই মে এর দিকে।