তিয়াশা ভক্তাঃ সৌন্দর্য্য প্রতিযোগিতার জনপ্রিয় প্ল্যাটফর্ম মিস ইউনিভার্স (Miss Universe)। এই প্ল্যাটফর্ম পরিচালিত হয় মিস ইউনিভার্স সংস্থা দ্বারা। এবার সেই প্ল্যাটফর্মের মালিকানার ভার উঠলো এক ট্রান্সজেন্ডার মহিলার কাঁধে।
থাই সেলিব্রিটি জাকপং আনে জাকরাজুটাটিপ ২০ মিলিয়ন ডলারের বিনিময়ে মিস ইউনিভার্স অর্গানাইজেশনকে নিজের দখলে এনে সবাইকে বেশ অবাকই করে দিয়েছেন। জাকপং, JKN গ্লোবাল গ্রুপের সিইও এবং একই সাথে সবচেয়ে বড় শেয়ার হোল্ডার।
রিয়েলিটি শো তেও দেখা যায় এই বিশেষ ব্যক্তিত্বের মুখ। অভিনয় জগতের সাথে তিনি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তৃতীয় লিঙ্গের অধিকার আন্দোলনের সাহায্যকারী হিসাবে এক বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। সমাজে তৃতীয় লিঙ্গের মর্যাদা স্থাপনের জন্য ও অধিকারের জন্য প্রতিষ্ঠা করেছেন লাইফ ইন্সপায়ার অফ থাইল্যান্ড ফাউন্ডেশন।
জাকপং বলেছেন মিস ইউনিভার্স নিয়ে তাঁর অনেক পরিকল্পনা রয়েছে, তার মধ্যে একটি হল মিস ইউনিভার্সের বিষয়বস্তু, লাইসেন্সিং, মার্চেন্ডাইজিং সহ এশিয়ায় প্রসারিত করা।
প্রসঙ্গত, ৭১ বছর ধরে চলে আসছে এই প্রতিযোগিতা যা ১৬৫ টি দেশে সম্প্রচারিত হয়। ১৯৯৬ ও ২০০২ সালে এই মিস ইউনিভার্স এর আয়োজন ডোনাল্ড ট্রাম্পের সহ-মালিকানাধীন ছিল। বুধবার তাঁর অধিগ্রহণের পর সংস্থার শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে গেছে।
Jakapong ‘Anne’ Jakrajutatip becomes the first-ever female owner of the Miss Universe Organization
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ