ওয়েব ডেস্কঃ আশঙ্কা ছিলই , এবার সেটা সত্যি হল। মাদার ডেয়ারির (Mother Dairy) পর এবার দুধের দাম বাড়াল আমূল (Amul)। আজ সকাল থেকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তি এলাকায় প্রতি লিটারে ২ টাকা করে দাম বাড়াল এই সংস্থা।
অন্যান্য খরচ ক্রমান্বয়ে বেড়ে যাওয়ার কারণে এই দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা, এমনটাই জানিয়েছে আমূল। গতকাল আমূল তাজার ১ লিটার প্যাকেটের দাম যেখানে ৪৯ টাকা ছিল আজ ২ টাকা বেড়ে হয়ে দাঁড়িয়েছে ৫১ টাকা। ৫০০ মিলিলিটার দুধের দাম গতকালের তুলনায় বেড়েছে ১ টাকা। আজ আমূল তাজার ৫০০ র প্যাকেট আগের ২৫ টাকা থেকে ১ টাকা বেড়ে ২৬ টাকা হয়েছে।
আরও পড়ুনঃ SET Exam: পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি মাসে
তবে সংস্থার পক্ষ থেকে কেবলমাত্র দুধের দাম বাড়ানোর কথাই জানানো হয়েছে। দুগ্ধজাত অন্যান্য প্রোডাক্ট যেমন দই, লস্যি, ঘি, পনীর বা আইসক্রিম এর দাম নিয়ে কোনও কিছু জানায়নি আমূল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ