অঋনদম সরকার: নির্বাচনের পর আজ প্রথমবার বঙ্গ সফরে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । হিঙ্গলগঞ্জে বিএস এফের অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।
ইতিমধ্যেই বিএসএফের তিনটি অত্যাধুনিক জলযানের উদ্বোধন করেছেন তিনি । বিএসএফের এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জলযান ভারত বাংলাদেশের সীমান্ত সুরক্ষাকে আরো সুদৃঢ় করবে বলে দাবি কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রীর ।পাশাপাশি ওয়াটার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন শাহ । সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দ্রূত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ ।
শাহ’র সঙ্গে রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Paramanik) ।
বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও রাজ্যে অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে শুক্রবার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহন করবেন শাহ । রাজ্য বিজেপির সাংসদ বিধায়কদের নিয়ে করবেন সাংগঠনিক বৈঠক ; শাহর বঙ্গ সফরের পর রাজ্য বিজেপির বর্তমান পরিস্থিতিতে কোনো বদল আসে কিনা সে দিকে নজর রেখেছে বাংলার রাজনৈতিক মহল ।