সন্তু সামন্তঃ সরকারি পরিষেবা আরো দ্রুত জনগণের কাছে পৌঁছানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল ‘দুয়ারে সরকার’। এবার ত্রিপুরা সরকারও প্রায় একই ধাঁচে চালু করল ‘আমার সরকার’ (AmarSarkar)।
তবে পদ্ধতি আলাদা – একটা অনলাইন আর একটা অফলাইন। এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য “দুয়ারে সরকার” প্রকল্প এনেছিল পশ্চিমবঙ্গ সরকার। অপরদিকে ত্রিপুরার “আমার সরকার” হল অনলাইন পরিষেবা। তবে দুই সরকারের লক্ষ্য কম বেশি একই – জনগণকে সরকারি পরিষেবা সঠিক সময়ে সুষ্ঠুভাবে প্রদান করা।
মুখ্যমন্ত্রী মানিক সাহা ওয়েবসাইটের উদ্বোধন করে বলেন “গ্রামীণ এলাকার মানুষের সাধারণ চাহিদা এবং বিভিন্ন সমস্যা দ্রুত নিরসনের লক্ষ্যে আজ মুক্তধারা অডিটরিয়ামে গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দপ্তরের উদ্যোগে ‘আমার সরকার’ ওয়েব পোর্টালের শুভ সূচনা হল”।
Viral Video: কাঁকড়াও VIP ! রাস্তা বন্ধ কাঁকড়ার যাতায়াতের জন্য
প্রসঙ্গত, পুজো মিটতেই ১ নভেম্বর থেকে পুনরায় চালু হয়েছে দুয়ারে সরকার। তবে এবার মিলছে নয়া পরিষেবা। ক্যাম্পে ভূমিহীনরা পাট্টার আবেদন করতে পারবেন। এছাড়াও রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার কৃষি এবং গৃহস্থ গ্রাহক দের মধ্যে যাদের ২০১৮’র মার্চ মাস পর্যন্ত বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন।
আগামী নির্বাচনে দুই সরকারের এই পরিষেবা কেমন প্রভাব ফেলে সেটাই এখন দেখার।
AmarSarkar web portal by Tripura CM Manik Saha
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।