প্রিয়াঙ্কা মোদকঃ- প্রতি বছরের মতো এ বছরও অমরনাথ ধাম যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে।
রেজিস্ট্রেশন অনলাইন ও অফ-লাইন দুই ভাবেই করা যাবে। রেজিস্ট্রেশন শুরু ১১ এপ্রিল থেকে আর শেষ ৩০ এপ্রিল এ। অনলাইন বা অফলাইন দুটোর জন্যই আপনাকে মেডিকেল চেকআপ করাতে হবে সরকারের বলা হসপিটাল থেকে বা বাছাই করা কিছু ডাক্তারের থেকে। তারপর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন।
অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে http://www.shriamarnathjishrine.com/ এই ওয়েবসাইট থেকে। রেজিস্ট্রেশন করার ২৪ঘন্টার মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। শ্রাইন বোর্ড দ্বারা অনুমোদিত হওয়ার পর আপনি এই অনুমতি পত্র ডাউনলোড করতে পারবেন।
অফ লাইন এ আবেদন করতে গেলে আপনাকে ইয়েস ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, জম্মু কাশ্মীর ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক এ গিয়ে ফর্ম ভরতে হবে ও রেজিস্ট্রেশন ফী জমা করতে হবে। সাথে ৫ টি পাসপোর্ট ফটো ও আধার কার্ড সাথে নিয়ে যেতে হবে। তারপর আপনি পাবেন অনুমতি পত্র।
প্রতি দিন ২০০০০ জন রেজিস্ট্রেশন করাতে পারেন, ১০০০০ জন দর্শনার্থী দর্শন করতে পারবেন প্রতি দিন। যাত্রা শুরু হবে ৩০ জুন থেকে আর শেষ হবে ১১ই আগস্ট।
প্রসঙ্গত অমরনাথ এ প্রতি শ্রাবন মাসে বরফের শিবলিঙ্গ তৈরি হয় যা থাকে রাখীপূর্ণিমা পর্যন্ত। গুহার ওপর থেকে ছোট ছোট জলকনা পড়ে এটি তৈরি হয়।
এই অলৌকিক গুহাটি হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থস্থান। কয়েক লাখ ভক্ত আসেন এই অলৌকিক শিবলিঙ্গ দর্শন করতে। কথিত আছে যারা এই গুহাটি দর্শন করেন তারা স্বর্গের অনুভুতি পান ও তাদের মোক্ষ প্রাপ্তি ঘটে।
নিচে কিছু প্রয়োজনীয় লিংক দিয়ে দিলাম যেখান থেকে ব্যাঙ্ক আর ডাক্তার এর লিস্টের সাথে এপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন।