ওয়েব ডেস্কঃ প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত । মা (Alia Bhat) হওয়ার পর কোনও ছবি শেয়ার করেননি সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁর ইন্সটাতে তিনি নিজেই শেয়ার করলেন বিশেষ এক ছবি। যেখানে লেখা রয়েছে “মাম্মা”।
গত ৬ নভেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। কন্যাসন্তানের মা হওয়ার খবর শেয়ার করেছিলেন তাঁর অফিসিয়াল হ্যান্ডেলে। যেখানে তিনি মেয়ের নাম দিয়েছিলেন”ম্যাজিক্যাল”। জানিয়েছিলেন – মাতৃত্বের আনন্দ তাঁর কাছে ছিল জাদুর স্পর্শ ৷
মা হওয়ার খবরের প্রথম পোস্টে সিংহ, সিংহি এবং সিংহ শাবকের ছবির নীচে তিনি ক্যাপশন দিয়েছিলেন – ‘‘আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে৷ এবং সে যেন কোনও জাদুকন্যা । আমরা এখন সত্যি সত্যি ভালবাসা আর আদরে ধন্য বাবা মা এবং সন্তানকে নিয়ে অবসেসড ।‘’
মা হওয়ার দিন দুএকের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন আলিয়া৷ তবে না ! এবারও নিজের বা কন্যার ছবি নয়। পোস্ট করলেন একটি চায়ের কাপের ছবি। যেখানে লেখা “মাম্মা”। ব্যাকগ্রাউন্ডে তাঁর ছবি রয়েছে, কিন্তু ছবিটাকে আবছা করে দেওয়া হয়েছে। শুধুমাত্র অবয়বটুকু বোঝা যাচ্ছে।
প্রসঙ্গত, কাপুর পরিবারে এখন খুশির হাওয়া নবজাতককে নিয়ে। চলতি বছরেই হলিউডে রিলিজ হয়েছে আলিয়ার প্রথম হলিউড ছবি -‘হেড অব স্টোন’। আগামী বছরেই মুক্তি পেতে পারে রালিয়ার সিনেমা – ‘রকি অউর রানি কি প্রেমকহানি’। সদ্য সন্তানের জনক জননী হওয়া রালিয়ার সিনেমা বক্স অফিসে কতটা হিট করে সেটাই এখন দেখার।