ওয়েব ডেস্কঃ প্রায় ২ বছর অতিক্রান্ত। কোভিড মহামারীর চোখ রাঙানি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে ভারত সহ গোটা বিশ্ব। কোভিড-১৯ সংক্রমণের গ্রাফ ও নিম্নমুখী। এখনই যে বিপদমুক্ত গোটা সমাজ তা বলার সময় এখনও আসেনি। তবে এর মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে আন্তর্জাতিক যাত্রীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, এয়ার সুবিধা পোর্টালে (Air Suvidha Portal) আর সেলফ ডিক্লেরেশান জমা করতে হবে না বিদেশী যাত্রীদের। পরবর্তীতে কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত যে পরিবতন হতে পারে সেই বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গোটা বিশ্ব তথা ভারতে কোভিড-১৯ টিকাকরণ যথাযথ হওয়া এবং কোভিড-১৯ সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার কারণে সরকারিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর।
কি এই এয়ার সুবিধা পোর্টাল ? Air Suvidha Portal
যে সমস্ত আন্তর্জাতিক প্যাসেঞ্জার ভারতে আসেন তাদের জন্য কেন্দ্রের বিমানমন্ত্রক এবং দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে বিশেষ ফর্ম (Self Reporting and Exemption Form Portal) এর ব্যবস্থা থাকে। এই এয়ার সুবিধা পোর্টালের ফর্মে বিদেশ থেকে আসা সমস্ত যাত্রীদের কোভিড টিকাকরণের বিষয়ে বিস্তারিত তথ্য যেমন কোভিড টিকার কতগুলি ডোজ় নিয়েছেন , কবে নিয়েছেন ইত্যাদি জানাতে হয়।
প্রসঙ্গত, কোভিড মহামারীর গ্রাফ নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক যাত্রীদের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। যার মধ্যে অন্যতম কোভিড বিধি মেনে চলা এবং আরটিপিসিআর পরীক্ষা থেকে শুরু করে কোভিড টিকাকরণ শংসাপত্র দেখানো এবং সেলফ ডিক্লেরেশান ফর্ম।
উল্লেখ্য, গত সপ্তাহেই বিমান মন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশিকায় বিমান যাত্রার সময় মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও সাবধানতা অবলম্বনের জন্য মাস্ক সহ কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। এবারের নির্দেশিকায় বাতিল করা হল এয়ার সুবিধা পোর্টালের সেলফ ডিক্লেরেশান ফর্মও।
Comments 1