বরুণ মুখোপাধ্যায়: ভারতীয় মহিলারা যে কোনও অংশে পিছিয়ে নেই তা আরও একবার প্রমাণিত হল ক্যাপ্টেন অভিলাষা বারাকের সম্মানপ্রাপ্তিতে। ২৬ বছর বয়সী অভিলাষা বারাক ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা কমব্যাট অ্যাভিয়েটর হিসাবে পুরস্কৃতহলেন।
আরও পড়ুন –
- কলকাতা পুলিশে মাধ্যমিক যোগ্যতায় কনস্টেবল নিয়োগ
- এবার সবার জন্য কাজের খোঁজ
- বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ
- এবার বাড়িতেই কোর্স করে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট
- একাধিক কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
২৫ মে, বুধবার নাসিকে আয়োজিত ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে ডিরেক্টর জেনারেল অ্যান্ড কলোনেল কমাড্যান্ট আর্মি অ্যাভিয়েশনের পক্ষ থেকে ভারতীয় স্থল-সেনার প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হিসাবে ক্যাপ্টেন অভিলাষা বারাক-কে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অদম্য জেদ ও প্রবল ইচ্ছাশক্তির জোরে নাসিকে ‘কমব্যাট আর্মি অ্যাভিয়েশন ট্রেনিং স্কুল’-এ সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পূর্ণ করে আর্মি অ্যাভিয়েশন কর্পস-এ কমব্যাট অ্যাভিয়েটর হিসাবে যোগদান করেন তিনি। ছোটোবেলা থেকেই সেনাবাহিনীর ছত্রছায়ায় বড়ো হয়ে ওঠা অভিলাষা সবসময়ই চাইতেন বাবা ও দাদার মতোই ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবায় নিয়োজিত হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশি তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালে ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক হিসাবে যোগদান করেন ফ্লাই অফিসার অভনী চতুর্বেদী। এবারও কমব্যাট অ্যাভিয়েটরের মতো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ২৬ বছর বয়সী হরিয়ানার বাসিন্দা অভিলাষা বারাক যোগদান করায় তাঁর সাফল্যেও স্বভাবতই খুশি সারা দেশ।