স্নিগ্ধা হালদারঃ আধার সংক্রান্ত নতুন নির্দেশিকা (Aadhaar rules) জারি করল সরকার। সরকার থেকে জানানো হয়েছে যে, ১০ বছরের আগে ইস্যু করা আধার কার্ড গ্রাহকদের অন্তত একবার আধার কার্ড আপডেট করতে হবে। এর আগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই একই অনুরোধ জানিয়েছিল। তবে এবার একেবারে নিয়ম বদলে দিল কেন্দ্র।
ইতিমধ্যেই এই নতুন নিয়ম বিষয়ে নোটিশ জারি করেছে ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আধারের আপডেট করা তথ্য যাচাই করবে সেন্ট্রাল আইডেন্টিটি ডেটা রিপসিটরি ( CIDR)।
অনলাইনে বা আধার কেন্দ্রে গিয়ে এই নতুন নিয়ম পালন করা যাবে। আধার যেদিন তালিকাভুক্ত করা হয়েছে তার দশ বছরের মধ্যে সংশ্লিষ্ট নথি দিয়ে কার্ড আপডেট করতে হবে। প্রত্যেক দশ বছরেই এই কাজটি করতে হবে।
তবে এবারে এই বিষয়ে নতুন সুবিধা নিয়ে এসেছে UIDAI । এই সুবিধা My Aadhar portal ও My Aadhar অ্যাপ এর মাধ্যমেও পাওয়া যাবে।
অনলাইনে আপডেট করার পদ্ধতি | Aadhaar rules
১। আধার আপডেট পোর্টালে গিয়ে ‘ আপনার ঠিকানা অনলাইনে আপডেট করুন ‘ অপশনে ক্লিক করতে হবে।
২। আপনার সঠিক ঠিকানার প্রমাণ থাকলে ‘ ঠিকানা আপডেট করতে এগিয়ে যান ‘ অপশনে ক্লিক করতে হবে।
৩। এবার ১২ সংখ্যার আধার নম্বর লিখে ‘ OTP পাঠান ‘ অপশনে ক্লিক করতে হবে।
৪। রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP লিখতে হবে।
৫। এরপর ঠিকানার প্রমাণে আপনার ঠিকানা লিখতে হবে। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে।
৬। আপনার প্রমাণের টাইপ নির্বাচন করে তার স্ক্যান কপি আপলোড করতে হবে।
৭। ‘ জমা দিন ‘ অপশনে ক্লিক করতে হবে।
৮। এরপর আপনার সমস্ত তথ্য জমা হয়ে যাবে এবং একটি URN নম্বর পাওয়া যাবে।
প্রসঙ্গত, এর আগে শুধুমাত্র ৫ থেকে ১০ বছর বয়সে যাদের আধার কার্ড হতো তাদের ক্ষেত্রে এই আপডেট করা বাধ্যতামূলক ছিল। তবে এবার এই নিয়ম সর্বসাধারণের জন্য কার্যকর করা হল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।