মৌপিয়া মাইতিঃ অবিশ্বাস্য দক্ষতা দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হাসিল করে চলেছেন অনেকেই। এবার একটি সুইস রেলওয়ে (Swiss train) কোম্পানি বিশ্বের প্রথম দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন চালু করে সেই রেকর্ড জিতে নিলেন।
১.২ মাইল দীর্ঘ বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন হিসাবে সুইস রেলওয়ে কোম্পানি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে। ট্রেনটিতে ১০০টি যাত্রীবাহী কোচ রয়েছে যার পরিচালনার জন্য সাতজন চালক এবং ২১ জন প্রযুক্তিবিদ প্রয়োজন।
এটি সুইস আল্পসের মধ্য দিয়ে প্রিডা থেকে ফিলিসুর পর্যন্ত যাত্রা করে সুইস রেলওয়ের 175 তম বার্ষিকী উপলক্ষে।
ট্রেনটি প্রিডা থেকে আলভেনিউ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার পথ মাত্র এক ঘন্টার মধ্যে অতিক্রম করেছিল। ট্রেনের এই যাত্রা দেখার জন্য রেল উৎসাহীরা উপত্যকায় উপস্থিত ছিলেন। অনেক মালবাহী ট্রেন দীর্ঘ হয়, তবে এটি এখনও পর্যন্ত চালানো সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী ট্রেন।
A Swiss train has been recognized as the world’s longest by the Guinness World Records |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।