সুদীপ ঘোষ: চলছে সরকারি অনুষ্ঠান, মঞ্চে পানীয় জল চাইলেন বক্তা। কিন্তু ইভেন্ট স্টাফ নয়, জলের বোতল হাতে বক্তার দিকে এগিয়ে এলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। শুধু বোতল দেওয়া নয়, ছিপি খুলে গ্লাসে জলও ঢেলে দেন তিনি।
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড (এন. এস. ডি. এল)- এর অনুষ্ঠানে। মঞ্চের ডায়াসে বক্তব্য রাখছেন এন. এস. ডি. এল- এর চেয়ারম্যান পদ্মাজা চুন্দুরু। মঞ্চে তখন উপস্থিত দেশের মাননীয়া অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।
মাইক্রোফোনের সামনে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার মাঝেই ইভেন্ট স্টাফেদের কাছে জল চান পদ্মজা দেবী। জল আসতে দেরি হওয়ায় নিজে জলের বোতল নিয়ে বক্তার দিকে এগিয়ে যান তিনি। শুধু বোতল দেওয়া নয়, ছিপি খুলে গ্লাসে জল ঢেলে দেন। দেশের অর্থমন্ত্রীর এই রূপ অতিসাধারণ মানবিক ব্যবহার দেখে হাত তালিতে ভরে ওঠে সভা স্থল।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অর্থমন্ত্রীর প্রতি প্রশংসার ঝড় বইতে থাকে নেট দুনিয়ায়। অর্থমন্ত্রীর সহকর্মী তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের টুইটারে এই ভিডিও পোস্ট করে নির্মলা দেবীর প্রতি প্রশংসা ও শুভেচ্ছা জানিয়েছেন।