সুপ্রিয়া কনুইঃ- প্রায় ২ বছর পর উচ্চতা বৃদ্ধি পেলো সপ্তম আশ্চর্যের অন্যতম আইফেল টাওয়ারের। টুইটারে মুহুরতের মধ্যে এই খবর ভাইরাল হয়ে যায়।
সুত্রের খবর গত 15 ই মার্চ হেলিকপ্টার এর সাহায্যে একটি নতুন ডিজিটাল অ্যানন্টেনা বসিয়েছেন ইঞ্জিনিয়াররা। তাতেই 6 মিটার অর্থাৎ কুড়ি ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে আইফেল টাওয়ারের। বর্তমানে আয়রন লেডি নামে খ্যাত এই টাওয়ারটির উচ্চতা 330 মিটার অর্থাৎ হাজার 1083 ফুট।
প্যারিস তথা সমগ্র বিশ্ববাসীর আবেগের কেন্দ্রবিন্দু আইফেল টাওয়ারের উচ্চতা বৃদ্ধি এটাই প্রথম নয়। এর আগে 2000 সালে আরেকবার অ্যানন্টেনা স্থাপনের ফলে এর উচ্চতা বৃদ্ধি পেয়েছিলো।
প্রসঙ্গত, ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তিতে অর্থাৎ 1889 সালে গুস্তাভো আইফেল এই স্থাপত্যটি নির্মাণ করেন। তার নামানুসারে স্থাপত্যটি নামকরণ করা হয় আইফেল টাওয়ার। এই সুবিশাল টাওয়ার এটির নির্মাণ কাজে প্রায় 300 শ্রমিক অংশ নিয়েছিলেন।
আমেরিকান ভ্রমণ প্রতিষ্ঠান ট্রিপ অ্যাডভাইজারের তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম আইফেল টাওয়ার।
প্রতিবছর প্রায় 70 লাখ পর্যটক এটি দেখতে যায়। যুক্তরাষ্ট্রের স্মারক স্তম্ভ ওয়াশিংটন মনুমেন্ট কে অতিক্রম করে মানুষের বানানো বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামোতে পরিণত হয় এটি। সেই রেকর্ড অক্ষুন্ন ছিল চার দশক।
কিন্তু 1929 সালে তা অতিক্রম করে মনুষ্য নির্মিত সবচেয়ে উঁচু স্থাপত্যের স্বীকৃতি পায় নিউইয়র্ক সিটির ক্রাইসলার বিল্ডিং।