বছরের প্রতি মাসের প্রতিদিনই কারও না কারোর জন্মদিন থাকে। মাস অনুযায়ী রাশিফল এক হলেও একই রাশির মানুষদের মধ্যে আবার আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। আপনি কি জানেন, এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে আপনার জন্মদিন অর্থাৎ জন্ম তারিখের উপর।
আপনার জন্মতারিখ মাসের যে দিনই হোক না কেন, সংখ্যা তত্ব। অনুযায়ী তা হবে সংখ্যা ১ থেকে ৯ এর মধ্যে। ধরে নিন, আপনার জন্মতারিখ যদি ২০ হয় তাহলে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য মিলবে সংখ্যা ২ (২+০ = ২)-এর সাথে।
আবার, জন্মতারিখ যদি ১৭ হয় তাহলে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য মিলবে সংখ্যা ৮ (১+৭ = ৮)-এর সাথে। অর্থাৎ, ১০ থেকে ৩০-এর মধ্যে যে দিনই জন্মতারিখ হোক না কেন, সেই দুটি সংখ্যার যোগফলে যে সংখ্যাটি আসবে সেটিই হবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের সংখ্যা।
এবার চলুন দেখে নেওয়া যাক কোন সংখ্যার কি কি চারিত্রিক বৈশিষ্ট্য আছে
সংখ্যা ‘১’ – নেতৃত্ব দেওয়া, সাহসী, দৃঢ় সংকল্পে স্থির, অধৈর্য্যশীল।
সংখ্যা ‘২’ – মিশুকে, বিচক্ষণ, মেজাজী, সহানুভ‚তিশীল।
সংখ্যা ‘৩’ – কল্পনাপ্রবণ, সৃজনশীল, বন্ধুত্বপূর্ণ, সমালোচনামূলক।
সংখ্যা ‘৪’ – কঠোর পরিশ্রমী, লক্ষ্যে স্থির, নমনীয় আচরণ, জেদি।
সংখ্যা ‘৫’ – বহুগুণী, সমৃদ্ধশীল, মানিয়ে নেওয়ার ক্ষমতা।
সংখ্যা ‘৬’ – যত্নশীল, সাহায্যকারী, নির্ভরযোগ্য, কর্তৃত্ব দেখানো।
সংখ্যা ‘৭’ – বুদ্ধিমত্তা, গোপন করা, অন্বেষণকারী, স্বজ্ঞাত।
সংখ্যা ‘৮’ – পরিপাটি / সংগঠিত, দৃঢ় মানসিকতা, অন্যের দ্বারা প্রভাবিত।
সংখ্যা ‘৯’ – বুদ্ধিমান, মর্মস্পর্শী, সহানুভ‚তিশীল, প্রতিশোধ নেওয়া।
আমি মুসলিম আমার বয়স ৩৮ বছর। অসুখ বিসুখ ছাড়ে না কোন কাজে হাতদিলে ক্ষতি হচ্ছে। জীবনের প্রতি মায়া কমেগেছে । নীরহ মনে হচ্ছ একজন বলে গ্রহ দোষ আর একজন তাবিজের আচর সাদা মাটা জীবন চালাতে অক্ষম। ঋণের গেডা কলে আটকে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে কোনো উপায় আছে?