অধ্যায় সাহাঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দোস (Cyclone Mandous)। আবহাওয়া দপ্তরের আভাস অনুযায়ী বঙ্গোপসাগরের উপর তৈরী নিন্মচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর এর প্রভাবে অন্ধ্র এবং তামিলনাড়ুর উপকুলবর্তী এলাকা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৭৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর প্রভাব বাংলাতে কতটা পড়বে সে বিষয়ে নিশ্তিত কোন তথ্য এখনও জানা যায়নি।
তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে সপ্তাহের শেষের দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য আজ সন্ধ্যার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরো ঘনীভূত হতে পারে। ফলত, এই নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে সাইক্লোন তৈরী করে ক্রমশ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি হয়ে ৮ ডিসেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন এলাকায় পৌঁছোতে পারে।একারণে আন্দামান নিকোবর দ্বীপে মাঝারি , ভারী ও অতিভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তামিলনাড়ু, পুদুচেরি,কারাইকিল অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। প্রসঙ্গত মান্দোস ঘূর্ণিঝড়ের নামকরন (Cyclone Mandous) করেছে সংযুক্ত আরব আমিরশাহী।
আজ ও কাল আন্দামান ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের সমুদ্র থাকবে উত্তাল। তাই মৎস্যজীবিদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। বুধবার পর্যন্ত আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গপসাগর , শুক্রবার অবধি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, তামিলনাড়ু , পুদুচেরি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল, মান্নার উপসাগর বরাবর ও তার বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।