অধ্যায় সাহাঃ সামরিক সম্পর্ক মজবুত এবং শান্তি রক্ষার উদ্দেশ্যে জাতিপুঞ্জের ম্যান্ডেটের অভিনব প্রয়াস এবার ভারতের রাজস্থানের বুকে। শুরু হল ভারতীয় ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার উদ্বোধনী সংস্করণের কার্যক্রম “AUSTRA HIND-2022″। এই মহড়া চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। রাজস্থানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু হয়েছে এই দ্বিপাক্ষিক অনুশীলন।
মহড়ায় ভারতীয় তরফে অংশগ্রহণ করবে DOGRA রেজিমেন্টের সৈন্যরা। অপরদিকে, সরকারী বিবৃতি অনুযায়ী অস্ট্রেলিয়ার দ্বিতীয় ডিভিশনের 13 তম ব্রিগেডের সৈন্যদল ইতিমধ্যেই পৌঁছেছে মহড়াস্থলে। শান্তিপূর্ণ ও মজবুত সামরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি পারস্পারিক সামরিক কৌশল সহ যৌথ অপারেশনে নিজস্ব দক্ষতা বুঝে নেওয়া এই মহড়ার অন্যতম উদ্দেশ্য।
এছাড়াও “AUSTRA HIND-2022” কে সঠিকভাবে পরিচালনা করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাপনাও। নজরদারি , যোগাযোগ করার সরঞ্জাম ও স্নাইপার সহ নতুন প্রজন্মের সরঞ্জাম এবং বিশেষজ্ঞ অস্ত্রের উপর প্রশিক্ষণের জন্য ব্যাটালিয়ন বা কোম্পানী স্তরে দুর্ঘটনার ব্যবস্থাপনা, হতাহতদের সরিয়ে নেওয়া এবং লজিস্টিক পরিকল্পনা সহ পরিস্থিতিগত সচেতনতা অর্জনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই মহড়ায়।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ