সন্তু সামন্তঃ সারা বিশ্ব জুড়ে যার কয়েক কোটি ফ্যান ফলোয়ার তার টুইটে এমনিতেই লাইক আর কমেন্টের সংখ্যায় ভরে যায়। তবে তিনি যদি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দেন তাহলে সোশ্যাল মিডিয়া জুড়ে যে তোলপাড় হবে এটাই স্বাভাবিক।
হ্যাঁ, আমরা ক্রিকেটার বিরাট কোহলির কথাই বলছি। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার এর সংখ্যা কোটি ছাড়িয়েছে। এখন তিনি কেরিয়ারের মধ্য গগনে। আর তিনিই কিনা অবসর নিতে পারেন খুব শীঘ্রই – এমন একটি খবর সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো চলছে।
কোহলি আজ এক টুইট বার্তায় লিখেছেন, “২৩ অক্টোবর, ২০২২ সবসময়ই আমার কাছে বিশেষ হয়ে থাকবে। এর আগে ক্রিকেট খেলায় কখনো এতটা শক্তি অনুভব করিনি। খুব আশীর্বাদ পূর্ণ সন্ধ্যা ছিল এটি। ” আসলে এই ছবিটি টি -২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচের একটি ছবি।
এই পোস্ট এর সঙ্গে সঙ্গে কয়েক হাজার রি টুইট তো আছেই, পাশাপাশি হয়ত মহেন্দ্র সিং ধোনির মত কোহলিও নীরবে অবসর নেবেন খুব শীঘ্রই এমন জল্পনাও শুরু হয়ে গিয়েছে ভক্তদের মনে। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিচ্ছবিও ধরা পরেছে অনেকের মন্ত্যব্যে। তবে অনেকের মতে এই পোস্ট এর মধ্যে এমন কিছু ইঙ্গিত নেই যাতে করে মনে হতে পারে তিনি খুব শীঘ্রই অবসর নিতে চলেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ আগস্ট সোশ্যাল মিডিয়ায় এমনই একটি বার্তা দিয়ে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাহলে কি তার পথই অনুসরণ করবেন কোহলি ? জল্পনা যাই থাক, অবসর নেবেন কি নেবেন না, তার উত্তর সময়ই দেবে।