ওয়েব ডেস্কঃ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি। আর এই যাতায়াতের পথ যাতে সুগম হয় তার জন্য সরকারি বন্দোবস্ত (Viral Video)। না, এই বন্দোবস্ত কোনও ভি ভি আই পির জন্য নয় । একঝাক কাঁকড়ার জন্য । তাও আবার সরকারি স্তরে।
হ্যাঁ, এমনই ঘটনা প্রতি বছর ঘটে অস্ট্রেলিয়ায়। এই লক্ষ লক্ষ লাল কাঁকড়ার জন্য বিশেষ বন্দোবস্ত, আর সারি দিয়ে পথ চলার অভূতপূর্ব দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয়ে যায় কোথায় ! আপনিও দেখুন সেই ভিডিও –
অস্ট্রেলিয়ার ক্রিস্টমাস দ্বীপ থেকে স্পন সাগর। প্রতি বছরই শীতকালে নিজেদের বাসস্থান পরিবর্তন করে লাল কাঁকড়া। আর তাদের যাতায়াতের পথে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য সরকারি স্তরে বিশেষ বন্দোবস্ত করা হয়। রাস্তার ওপর দিয়ে বিশেষ পথ তৈরি করার পাশাপাশি যাতায়াতের রাস্তা জনগনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়।
Viral Video | Thousands of red crabs cross streets and climb bridges during their annual migration on Australia’s Christmas Island |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
Comments 1