সন্তু সামন্তঃ এক ঘন্টার মধ্যে পরপর ৩ টে টুইট। আর তারই একটিতে প্রকাশ্যে টুইটার ব্যবহারকারীদের কাছে ক্ষমা চাইলেন (Elon Musk to apologize) তিনি।
রবিবার রাত ১০ টা ৪৬ এ এক টুইট বার্তায় তিনি লেখেন, “টুইটার ক্রমাগত আরও উজ্জীবিত হয়ে উঠছে বলেই মনে হচ্ছে”।
তার ঠিক পরের টুইট বার্তাতেই তিনি লেখেন , “শীঘ্রই টুইটারের তরফে নতুন পরিষেবা আনা হচ্ছে যেখানে কোনও সংস্থার সঙ্গে কোন কোন টুইটার অ্য়াকাউন্ট সংযুক্ত, তা চিহ্নিত করতে পারবে।” টুইটার অধিগ্রহণের পর তিনি একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম মাসিক ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক পরিষেবা প্রদান। কিন্তু এই পরিষেবা চালু হতে না হতেই ভুয়ো অ্যাকাউন্টের ঠেলায় কয়েক দিনের মধ্যেই বন্ধ করে দিতে হয় এই ব্লু টিক পরিষেবা। তারই পরিপ্রেক্ষিতে তিনি এই টুইট করেন , এমনটাই জানা গেছে।
তবে এই টুইট করার কয়েক মিনিট পরই তিনি আরেকটি টুইট করেন, যেখানে তিনি প্রকাশ্যে ক্ষমা চান। আর এই টুইটই হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় আজকের অন্যতম আলোচ্য বিষয়। রাত সাড়ে ১১ টার টুইট বার্তায় তিনি জানান, “বেশ কিছু দেশে টুইটারের টাইমলাইন বেশ স্লো। একাধিক দেশে টুইটারের পরিষেবা অত্যন্ত ধীর হওয়ায় ক্ষমা চাইছি। “
উল্লেখ্য, টুইটার অধিগ্রহণ করার পর থেকেই একের পর এক বড় ঘোষণা করে চলেছেন এলন মাস্ক। যার মধ্যে অন্যতম কর্মী ছাঁটাই এবং ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক পরিষেবা প্রদান। তবে তাঁর সবকিছু সিধান্ত ওপেন প্ল্যাটফর্মে জানানোর পদ্ধতি – মাল্টি ন্যাশানাল কোম্পানি বা বলা যেতে পারে কর্পোরেট কালচারে বেশ অভিনবত্বের ছোঁয়া এনেছে। আগামীতে মাস্কের থেকে নতুন কোনও পরিকল্পনার ঘোষণা হয় কিনা সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।