মৌপিয়া মাইতিঃ রাজ্যে দুদিনের সফরের দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫,২৩৩ কোটি টাকার নয়টি প্রকল্প (ONGC Project) চালু করেছেন। অন্ধ্র বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ গ্রাউন্ড থেকে ভার্চুয়াল মোডে করেন এই উদ্বোধন।
১২ নভেম্বর প্রধানমন্ত্রী ONGC -এর ২৯০০+ কোটির ইউ-ফিল্ড অনশোর ডিপ ওয়াটার প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রকল্পটির গভীরতম গ্যাস আবিষ্কারে প্রতিদিন ৩ মিলিয়ন মেট্রিক কিউবিক মিটার উৎপাদনের সম্ভবনা রয়েছে।
অন্ধ্রপ্রদেশের গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন, মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি, কেন্দ্রীয় রেল ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্রীকাকুলাম-গজপতি করিডোরের অংশ হিসাবে ২১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত NH-326A-এর পাথাপত্তনম সেকশনে ৩৯ কিলোমিটার নরসন্নপেটা উৎসর্গ করেছেন।প্রকল্পটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার পিছিয়ে পড়া অঞ্চলগুলির মধ্যে আরও ভাল সংযোগ প্রদান করবে।
এই প্রকল্পটির সুবিধা | ONGC Project Benefits
• এই পাইপলাইন সংযোগের মাধ্যমে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ তাদের পরিষ্কার গ্যাস সরবরাহে স্বনির্ভর হবে এবং তাদের সবুজ শক্তির প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হবে।
•ডিপ ওয়াটার ব্লকে আবিষ্কৃত গ্যাসের মুদ্রায়ন শক্তির নিরাপত্তায় সাহায্য করে ।
• ওই অঞ্চলের সড়ক উন্নয়ন সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন যেমন বাড়াবে তার সাথে ট্রাফিকের সমস্যাও কমবে।
• এই সড়ক সংযোগের ফলে স্থানীয় জিনিসের অনেক লেনদেন এবং স্থানীয় যুবকদের অনেক জীবিকার সুযোগ তৈরি হবে।
• মাছের বন্দরের উন্নয়ন এবং আধুনিকীকরণের ফলে মৎস্য ব্যবসা এবং ব্যবসায়ীদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।