সন্তু সামন্তঃ প্রাথমিকের ৩৯২৯ শূন্যপদে নিয়োগের (Primary TET) মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে মান্যতা দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
২০১৪-র টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকেই ৩৯২৯ টি শূন্যপদে নিয়োগ করতে হবে, এমন নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ ছিল সেই মামলার শুনানি। এদিন সিঙ্গল বেঞ্চ এর শূন্যপদ পূরণের নির্দেশকে মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ।
ইউক্রেন ফেরত ভারতীয় পড়ুয়াদের সাহায্য করবে রাশিয়া
উল্লেখ্য, বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪ সালের টেট এর ভিত্তিতে ১৬,৫০০ টি পদে নিয়োগের কথা। কিন্তু আর টি আই অনুযায়ী, মোট শূন্যপদের মধ্যে ৩৯২৯ পদে নিয়োগ করা হয়নি। এই শূন্যপদ পূরণের দাবিতেই আদালতে মামলা রুজু করা হয়েছিল। সিঙ্গল বেঞ্চ এর নির্দেশ ছিল শূন্যপদ পূরণের। সেই নির্দেশ এর পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ এর দ্বারস্থ হয়েছিল পর্ষদ।
ডিভিশন বেঞ্চের নির্দেশ, আসন্ন পরীক্ষার মাধ্যমে যে ১১ হাজার ৭৬৫ শূন্যপদে নিয়োগ করা হবে তার থেকেই ৩৯২৯ টি শূন্যপদে নিয়োগ করতে হবে। বাকি শূন্যপদে নিয়োগ হবে আসন্ন পরীক্ষার ভিত্তিতে। প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে।
আজকের এই রায়দান বিক্ষোভকারি ২০১৪-র টেট (Primary TET) উত্তীর্ণ প্রার্থীদের কাছে অনেকটাই স্বস্তির খবর।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।