সন্তু সামন্তঃ পরিবেশমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবেশের এয়ার কোয়ালিটি ইনডেক্স এর সূচক ১০০ পর্যন্ত সন্তোষজনক (Satisfactory) । কিন্তু সেটা যদি ৪৭২ হয় ! তাহলে সত্যি ভাববার বিষয়। দীপাবলির পর এই পরিস্থিতি (Delhi Air Pollution) এখন দিল্লিতে।
এককথায় দমবন্ধকর পরিস্থিতি দিল্লি এবং তাঁর সংলগ্ন এলাকায়। স্বাভাবিকভাবেই কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কে। দূষণ রোধে (Delhi Air Pollution) ঘোষণা করা হয়েছে চতুর্থ দফার অ্যাকশন প্ল্যান।
বিএস-৬ গাড়ি, জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা বা মেডিক্যাল পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি ছাড়া সমস্ত চার চাকা গাড়ি বা ট্র্যাক চলাচলের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।
যে কোনও ধরনের নির্মাণ কাজ আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। উড়ালপুল, হাইওয়ে, , ওভারব্রিজ, পাইপলাইনের মত কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুধ ও দুগ্ধজাত পণ্য এবং ওষুধ ও চিকিৎসা সামগ্রী উৎপাদনকারী সংস্থা ছাড়া যে সমস্ত শিল্পক্ষেত্রে পিএন জি বা পরিশুদ্ধ জ্বালানী ব্যবহার করা হয় না তাদেরও আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
স্কুল কলেজ খোলা রাখা, গাড়ি ব্যবহারের ক্ষেত্রে জোড়-বিজোড় পদ্ধতি অবলম্বন বা সরকারি ও বেসরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের মত ব্যবস্থা চালু করা যায় কিনা – এমন বিশেষ কিছু ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে তার দায়িত্ব রাজ্য ও কেন্দ্র সরকারকে নিতে বলা হয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এর তরফে।
কত তাড়াতাড়ি এই দমবন্ধকর পরিস্থিতি (Delhi Air Pollution) থেকে মুক্ত হয় দিল্লি সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।