সঞ্জয় বৈরাগীঃ ভারত সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় বাজেটে ডিজিটাল রুপি চালু করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল,এবার সেই মতোই দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফ থেকে পাইকারি লেনদেনের জন্য সারা দেশে চালু হল ডিজিটাল মুদ্রা (Digital Rupee) পরিষেবা।
আপাতত,পাইলট প্রোজেক্ট হিসেবেই শুরু হচ্ছে দেশের প্রথম ডিজিটাল মুদ্রার পথচলা। মূলত,সরকারি সিকিউরিটিজ সেটেলমেন্টের জন্য এই ডিজিটাল মুদ্রা বা ই-রুপি ব্যবহার করা হবে। অর্থাৎ সরকারি বন্ডে কেনা-বেচার সেটেলমেন্টের ক্ষেত্রে এটি ব্যবহার করা হবে।
এই পাইলট প্রজেক্টের প্রথম ধাপে মোট ৯টি ব্যাঙ্ক এই কাজে অংশগ্রহণ করবে। সেগুলি হল- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI),ব্যাঙ্ক অফ বরোদা (BoB), ইউনিয়ন ব্যাঙ্ক(Union Bank),এইচডিএফসি ব্যাঙ্ক (HDFCBank), আইসিআইসিআই ব্যাঙ্ক(ICICI Bank),কোটাকমাহিন্দ্রাব্যাঙ্ক(KMBL),আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক(IDFC First Bank),এইচএসবিসি ব্যাঙ্ক(HSBC)ও ইয়েস ব্যাঙ্ক(YES Bank)।
দেশের শীর্ষ ব্যাঙ্ককের তরফ থেকে এটিও জানা যাচ্ছে যে, এক মাসের মধ্যেই খুচরা বিভাগেও প্রথমবারের জন্য পরীক্ষামূলক ভাবে এই Digital Rupee নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।
প্রসঙ্গত,এটি একটি কেন্দ্রীয় ব্যাঙ্কক দ্বারা জারি করা মুদ্রা নোটের ডিজিটাল রূপ। কিন্তু এই মুদ্রাকে কোনভাবেই প্রাইভেট ভার্চুয়াল কারেন্সি, বিটকয়েন, অথবা ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সির সঙ্গে তুলনা করা যাবে না,কারণ এটি কোনভাবেই কোনো দায় বা ডেটকে ইঙ্গিত করে না। এটি একটি ব্যাঙ্ক নোটের তুলনায় কোনো ভাবেই পৃথক নয়। তবে, এটি ডিজিটাল হওয়ায় টাকার বর্তমান রূপের একটি বিকল্প হিসেবেই এটিকে দেখা হচ্ছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ