স্নিগ্ধা হালদারঃ চোখ রাঙাচ্ছে পরিবেশ দূষণ। এরফলে আবহাওয়াও বিঘ্নিত হচ্ছে। আবহাওয়ার উন্নতি ঘটাতে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে সারা বিশ্ব। সেই কারণেই জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি। ২০৩৫ সালের মধ্যে পেট্রোল ও ডিজেল চালিত সমস্ত গাড়ি বিক্রি নিষিদ্ধ করেছে ইউনিয়নের সদ্যস্যরা। এর বিকল্প হিসেবে শুধুই পাওয়া যাবে হাইব্রিড প্রযুক্তি ও বৈদ্যুতিক গাড়ি (Electric vehicles)।
গত বৃহস্পতিবার এই বিষয়ক নতুন আইন জারি হয়েছে এবং তা কার্যকরী করা হয়েছে। এই আইনের মূল লক্ষ্য হল ২০৩৫ সালের মধ্যে ১০০% কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে হবে। এপ্রসঙ্গে সংসদের প্রধান আলোচক জ্যান হুইতেমা বলেছেন, এই চুক্তির মাধ্যমে গাড়ি চালকরা সুবিধা পাবেন। এই চুক্তির ফলে গাড়ির দাম কমে যাবে ফলে সকলের সাধ্যের মধ্যে চলে আসবে।
এই চুক্তির ফলে ২০৩০ সালের মধ্যে বিক্রিত হওয়া বৈদ্যুতিক গাড়ি বা হাইব্রিড প্রযুক্তির গাড়ি ৫৫% কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমবে যা বর্তমানের থেকে ৩৭.৫% কমবে।
এর আগে এই সংক্রান্ত বিল নিয়ে এসেছিল ক্যালিফোর্নিয়া, ফ্রান্স , ব্রিটেনসহ বহু দেশ। প্রসঙ্গত, ভবিষ্যতে ভারতও এই পথেই হাঁটবে বলে মনে করা হচ্ছে কারণ গত জুলাই মাসে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গরকরি এই নিয়ে বেশ সরব হয়েছিলেন।
Electric vehicles | European Union struck a deal on a law to ban the sale of new petrol and diesel cars from 2035 |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ