স্নিগ্ধা হালদারঃ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে আর এক ভারতীয় বংশোদ্ভূতের উত্তরণ। শুক্রবার নয় , সোমবারই যুক্তরাজ্যের (UK) প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (RishiSunak)। এই প্রথম কোনো অশেতাঙ্গ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন।
গত সেপ্টেম্বর মাসে লিজ ট্রাস রক্ষণশীল দলের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হন। মাত্র ৪৫ দিন ছিল তার এই পথচলা। অবশেষে তিনি পদত্যাগ করেন। তারপর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বারবার ঋষি সুনকের নাম উঠে আসছিল। এছাড়া বরিস জনসনের নামও এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত ঋষি সুনক প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে টুইট করেন এবং প্রবাসী ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি বিশ্বের সমস্যাগুলি নিয়ে একসাথে কাজ করার কথা বলেন । ২০৩০ সালের রোডম্যাপ তৈরির কথাও বলেন।
গত আগস্ট মাসে লিজ ট্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সময়ই কনজারভেটিভ পার্টির ব্রিটিশ ইন্ডিয়ান সদ্যসদের এক সমাবেশে ঋষি সুনক বলেছিলেন যুক্তরাজ্য ও ভারতের মধ্যে সম্পর্ককে তিনি আরও উন্নত করবেন। এই সম্পর্ককে তিনি দ্বিমুখী করার কথা বলেছিলেন।
প্রসঙ্গত, সুনকের দাদু ছিলেন অবিভক্ত ভারতের পাঞ্জাবের বাসিন্দা। তখনই চাকরি নিয়ে তার ঠাকুমা ইংল্যান্ডে চলে যান। ঋষি সুনক ইংল্যান্ডেই জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের ১২ই মে। তার বাবা ছিলেন ডাক্তার এবং মা ফার্মাসিস্ট। ঋষি সুনক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।এরপর ধীরে ধীরে তিনি যুক্তরাজ্যের এক বড়ো বিনিয়োগ ব্যবসায়ী হয়ে ওঠেন। এরপর প্রধানমন্ত্রীর আসনও দখল করেন।
RishiSunak become UK PM |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ