সঞ্জয় বৈরাগীঃ অগ্নিবীর প্রকল্পের সূচনার পরবর্তীতে এই প্রথম বার ভারতীয় সেনার পক্ষ থেকে এ বিষয়ে একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় মন্ত্রক । সংবাদ মাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী সম্প্রতি ভারতীয় সেনাবহিনী অগ্নিবীরদের স্যালারি অ্যাকাউন্ট এর জন্য ১১টি ব্যাঙ্কের সঙ্গে মউ সাক্ষর করেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৪ই অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর ‘অ্যাডজুটেন্ট জেনারেল’ লেফটেন্যান্ট জেনারেল সি বান্সি পোনাপ্পার সভাপতিত্বে একটি অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল ভি শ্রীহরি (ডিজি) এবং ব্যাঙ্কগুলির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সমঝোতা পত্রগুলিতে স্বাক্ষর করেছেন।
এই বিবৃতিটিতে আরও বলা হয়েছে ,অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীরদের প্রথম ব্যাচ ২০২৩ সালের জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে যোগদান করবে। এছাড়া ভারতীয় সেনাবাহিনী যে ১১টি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তাদের নাম গুলিও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেগুলি হলো – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, আইডিবিআই ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং বন্ধন ব্যাঙ্ক।
প্রসঙ্গত, প্রতিরক্ষা বেতন প্যাকেজের কথা মাথায় রেখেই অগ্নিবীরদের মজুরি প্যাকেজ গঠন করা হচ্ছে ।তাদের গ্র্যাচুয়িটি এবং পেনশনের কোনো সুবিধা দেয়া না হলেও তারা ‘সেবা নিধি’ আয় কর থাকে অব্যাহতি পাবেন। পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীতে তাদের কর্মরত সময়ের জন্য ৪৮লক্ষ টাকার অনুদান মূলক জীবন বীমাও তারা পাবেন।
উল্লেখ্য,এই পরিকল্পনা বাস্তবায়নের ফলে ভারতীয় সশস্ত্র বাহিনীর গড় বয়সের পরিমাণ প্রায় ৪থেকে ৫ বছর কমে আসবে। এর পাশাপাশি, অবসর গ্রহনের পর অগ্নিবীরদেরজন্য থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ১০ শতাংশের আসন সংরক্ষণ।
Army signs MoUs with 11 banks for Agniveer salary Accounts
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ