স্নিগ্ধা হালদারঃ কেদারনাথের পথে বড়সড় দুর্ঘটনার শিকার হলেন তীর্থযাত্রীরা। যাত্রীসহ হেলিকপ্টার ভেঙে পড়ল যাত্রাপথেই। ঘটনায় ওই হেলিকপ্টারের দুই চালকসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
আজ সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে যাত্রী নিয়ে হেলিকপ্টারটি কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু যাত্রা পথে কেদারনাথ থেকে মাত্র ২কিমি দূরে গাদিচাট্টিতে দুর্ঘটনার কবলে পড়ে বেসরকারি সংস্থার হেলিকপ্টারটি।
প্রসঙ্গত, কেদারনাথে তীর্থ যাত্রীদের সুবিধার্থে হিমালয়ান কোম্পানি সহ আরও ৯টি বেসরকারি সংস্থা হেলিকপ্টার পরিষেবা চালু করে।
খবর পেয়েয় ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেনো এই দুর্ঘটনা হলো তা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি টুইট করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
A helicopter carrying Kedarnath pilgrims from Phata crashes | Uttarakhand |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ