স্নিগ্ধা হালদারঃ উৎসবের মধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO), তার পূর্ব পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চলেছে। এই মাসের প্রথম দিকেই ইসরো জানিয়েছিল যে , তারা এবার যুক্তরাষ্ট্রের গ্লোবাল যোগাযোগ নেটওয়ার্ক “ওয়ান ওয়েব” -এর ৩৬টি উপগ্রহকে উৎক্ষেপণ করবে।
এবার সামনে এলো উপগ্রহ উৎক্ষেপণের দিন সময় । আগামী ২৩শে অক্টোবর সকাল ১২.০৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উপগ্রহ উৎক্ষেপণ হবে।
ওয়ান ওয়েব ইন্ডিয়া-১ মিশনের অংশ হিসেবে লঞ্চ ভেহিকেল মার্ক 3 রকেট (LVM3) বা জিওসিঙ্কনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক 3 (GSLV MK3) এর উপরে স্যাটেলাইট গুলি উৎক্ষেপণ করা হবে। LVM 3 হল ইসরোর সবথেকে ভারী উপগ্রহ যান। এই উৎক্ষেপণের মাধ্যমেই বিশ্বের কমার্শিয়াল লঞ্চ সার্ভিসের ক্ষেত্রে পা রাখতে চলেছে LVM 3।
ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড লো আর্থ অরবিট (LEO) ব্রডব্যান্ড স্যাটেলাইট সংযোগের দুটি চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তির জন্যই ৩৬টি উপগ্রহ উৎক্ষেপনের আয়োজন করা হয়েছে।
|ISRO to launch 36 satellites of UK’s global communications network OneWeb on 23rd October |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ