সুদীপ ঘোষঃ প্রকাশিত হল ২০২২ সালের নোবেল পুরস্কারের (NobelPrize 2022) পূর্ণ তালিকা। আজই ঘোষিত হয় অবশিষ্ট অর্থনীতি বিভাগের পুরস্কার প্রাপকদের নাম।
এবার অর্থনীতিতে নোবেল বিজয়ী হয়েছেন তিন মার্কিন অর্থনীতিবিদ। তারা হলেন বিন এস. বারনানকি, ডগলাস ডাবলু. ডায়মন্ড এবং ফিলিপ এইচ. দ্যাবভিক। নোবেল কমিটি এই তিন বিখ্যাত অর্থনীতিবিদদের ব্যাংক ও অর্থনৈতিক সংকটের উপর সফল গবেষণার জন্য নোবেল পুরস্কারের ভূষিত করার ঘোষণা করেছেন।
এই ২০২২ সালে সাহিত্যে নোবেল সম্মান পেতে চলেছেন অ্যানি এরন্যক্স। ফ্রান্সের এই বিশিষ্ট মহিলা সাহিত্যক তার সাহিত্যক সাহসিকতার এই এবার বিশ্বের সেরা এই সম্মান অর্জন করতে চলেছেন। নোবেল কমিটির তরফে।
রয়েল সুইডিশ একাডেমী ওফ সায়েন্স সংস্থা এবার রসায়নে মোট তিনজন ব্যক্তির নাম নোবেল সম্মানের জন্য ঘোষণা করেছেন। তারা হলেন আমেরিকার ক্যারোলিন আর. বাতর্জি, ডেনমার্কের মটেন মিল্ডলন এবং আমেরিকার কে. ব্যারি শার্পলেশ। ক্লিক কেমিস্ট্রি ও বায়োথরগোনাল কেমিস্ট্রির উপর সফল গবেষণা তাদের এই সম্মান জিতিয়েছেন।
রসায়নের মতোই পদার্থবিদ্যাতেও এই বছর নোবেল পুরস্কারে জয়ী হয়েছেন তিনজন বিজ্ঞানী। ফ্রান্সের অ্যালান অ্যাসপেক্ট, মার্কিন মুলুকের জন ক্লসিয়ার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জেলিইঙ্গার তাদের কোয়ান্টাম মেকানিক্সের বিষয়ের জন্য এই সেরা সম্মানে ভূষিত হয়েছেন।
চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেতে চলেছেন স্যান্ত প্যাবো। সুইডেনের এই বিজ্ঞানী বিলুপ্ত হমেন ও মানব প্রজাতির জিনোম আবিষ্কারের জন্য এই বিশ্বের শ্রেষ্ট সম্মান পেতে চলেছেন।
২০২২ সালে নোবেল পুরস্কারের মঞ্চ মিলিয়ে দিতে চলেছে রাশিয়া ও ইউক্রেনকে। এই বছর নোবেল শান্তি পুরস্কার প্রাপকের সংখ্যা তিন। এর মধ্যেই আছে রাশিয়ার মেমোরিয়াল ও ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবার্টিস নামের দুই মানবাধিকার সংস্থা। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের সময় দুই দেশের এই দুই সংস্থার শান্তির বাণী নজর কেড়েছে বিশ্বের মানুষের। এবার সাথেই নোবেল পুরস্কারের ভাগ বসাবেন বেলারুশের মানবধিকার কর্মী এলস বিয়া লিয়াতশ্কি।
আগামী ১০ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে এই সম্ভাব্য নোবেল পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। প্রথমে ৫টি বিষয়ে শুরু হলেও পরে ১৯৬৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি পুরস্কার সর্বোচ্চ ৩ জনের মধ্যে ভাগ করা যেতে পারে কিন্তু মরনোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়না। শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলো শহর থেকে আর বাকি ৫টি বিষয়ের নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেনের স্টকহোম থেকে। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর শেষ ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
Nobel Prize 2022 full list published| Physics Prize |Chemistry Prize | Medicine Prize | Literature Prize | Peace Prize |Prize in Economic Sciences|
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ