স্নিগ্ধা হালদারঃ ক্লাব বা সংগঠন গুলো বিভিন্ন পুজোতেই এখন থিমের পুজো করেই থাকেন। কিন্তু এবারে নিজের বাড়িতে থিমের পুজো করে তাক লাগলেন সংস্কৃতের শিক্ষক। তিনি শুধু থিমের পুজো করেই নয় তার সাথে সমাজ সচেতনতার বার্তাও দিলেন।
পুরুলিয়ার রাঁচি রোড বাই লেনের বাসিন্দা শঙ্কর মুখোপাধ্যায়। পেশায় বেলকুঁড়ির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সংস্কৃতের শিক্ষক। বরাবরই তিনি ব্যতিক্রম কিছু করতে চান এবং বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজের সাথেও তিনি জড়িত।
এক যুগেরও বেশি সময় ধরে তিনি বাড়িতে লক্ষ্মী পুজো করে আসছেন। তবে এবারের পুজো একটু ব্যতিক্রম। তিনি বাড়িতেই থিমের পুজো করলেন এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করলেন। এরপরই তার এই বাড়িতেই থিমের পুজোর ভিডিও ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে তিনি একটি মন্দিরের আদলে লক্ষ্মী মায়ের মন্ডপটি নির্মাণ করেছেন। মন্দিরের দুপাশে দুটো হাতি তৈরি করেছেন এবং হাতি দুটির সামনে থাকা কলসি থেকে জলাশয়ে জল পড়ছে। জলাশয়দুটিতে ফুল ফুটে আছে। অসামান্য শৈলী ও নিখুঁত হাতের কাজের পরিচয় এই মণ্ডপ সজ্জা।
এই সম্পূর্ণ মণ্ডপটি ব্যবহৃত পরিত্যক্ত জিনিস দিয়ে বানানো। যেমন – থার্মকল, প্লাস্টিক, পলিথিন, ফোম ইত্যাদি। তিনি মন্ডপটি থার্মকল দিয়ে তৈরী করেছেন এবং হাতির মুখ দিয়ে যে জল বেরোচ্ছে তা প্লাস্টিক দিয়ে করেছেন। এছাড়া জলাশয়ের ফুলগুলি প্লাস্টিক দিয়ে তৈরী করেছেন।
তিনি এই মণ্ডপ তৈরির মাধ্যমে সমাজকে বোঝাতে চেয়েছেন প্লাস্টিক, থার্মকলের মত অজৈব বর্জ্য পদার্থগুলি ফেলে না দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করা যেতে পারে। তাতে সমাজের তথা পরিবেশেরই উপকার হবে।
Sanskrit Teacher make laxmi puja theme at home using plastic waste.
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ