তিয়াশা ভক্তা: মা দুর্গার বিদায়ের সুর এখনও ম্লান হয়নি । এরই মধ্যে নামলো শোকের ছায়া। সিনেমা জগতে আবার এক নক্ষত্র পতন। মাত্র ৭৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা অরুণ বালি ((Arun Bali)।
সূত্রের খবর, চলতি বছরের শুরুর দিক থেকেই একটি বিরল দীর্ঘমেয়াদি নিউরোমাসকুলার রোগ মায়াস্থেনিয়া গ্রাভিসে ভুগছিলেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের হিরানান্দানি হসপিটালে। আজ ভোর ৪:৩০ মিনিট নাগাদ মুম্বাইয়ে তিনি প্রয়াত হন।
প্রসঙ্গত, ১৯৪২ সালের ২৩ শে ডিসেম্বর পাঞ্জাবের জলন্ধর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। প্রায় ৪৭ বছর বয়সে তাঁর প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ ‘দুসরা কেবল’ সিরিয়ালের মাধ্যমে। টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ ও আইকনিক চলচ্চিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যায়। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সৌগন্ধ’ মুক্তি পায় ১৯৯১ সালে। 3 ইডিয়টস, রেডি, জমিন, পানিপথ, কেদারনাথ, বরফি, পিকের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এর পাশাপাশি স্টার প্লাস চ্যানেলে সম্প্রচারিত টিভি সিরিয়াল ‘ কুমকুম এক প্যায়ারা সা বন্ধন ‘ এ অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে ছিলেন তিনি।
অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন একজন জনপ্রিয় প্রযোজক। প্রযোজনায় পেয়েছেন জাতীয় পুরস্কারও । তবে তাঁকে শেষ দেখা যায় আমির খান ও করিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডা সিনেমায় ট্রেনে এক বৃদ্ধের ভূমিকায়।
জনপ্রিয় অভিনেতার হঠাৎ চলে যাওয়ার খবরে স্বাভাবিকভাবেই বিষাদের ছায়া সিনেমহলে।