মৌপিয়া মাইতি : উদ্বোধন হল আলিপুর মিউজিয়াম এর। ১১৬ বছরের পুরনো আলিপুর জেলের সমস্ত অংশ, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সেলগুলি মিউজিয়াম করা হয়েছে। তারই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন – ফরেনসিক সায়েন্সে ডিগ্রি কোর্স করার সুযোগ
সাধারণ মানুষের জন্য মিউজিয়ামটি শুক্রবার থেকে খুলে যাবে। প্রবেশমূল্য ৩০ টাকা। তবে ছাত্র ছাত্রীদের জন্য কোনও প্রবেশ মূল্য লাগবে না। যে সেলগুলিতে জহরলাল নেহরু,নেতাজি সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের রাখা হয়েছিল সেগুলি দেখা যাবে এই মিউজিয়ামে।
মিউজিয়ামের ভেতরে আলো এবং শব্দের একটি শো রয়েছে। যার টিকিট মূল্য ১০০ টাকা। প্রায় ৪০ মিনিটের এই শো তে আলিপুর জেলের সঙ্গে সম্পর্কিত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সহ অনেক জিনিস দেখা যাবে।
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সংশোধোনাগারের ঐতিহাসিক মূল্য তুলে ধরাই এই মিউজিয়াম তৈরির মূল লক্ষ্য।
CM Smt @MamataOfficial inaugurated the Alipore Museum today. We are hopeful that the Alipore Museum will emerge as a heritage tourist spot in Bengal, preserving the history of our country for our future generations, tweet Minister Firhad Hakim।