সঞ্জয় বৈরাগী: আমেরিকার নিউইয়র্ক শহরে বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৭৭তম সাধারণ সভা, আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ (Macron at UN) ভারতের ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম সঠিক কথাই বলেছিলেন যে ,”এই সময়টা যুদ্ধের জন্য নয়।”
আরও পড়ুন – আজ থেকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা যাবে অনলাইনেই
প্রসঙ্গত , গত ১৬ ই সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরকন্দে আয়োজিত হওয়া সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক হয়।আর সেখানেই রুশ রাষ্ট্রনেতাকে মোদী বলেন, ‘‘বর্তমান যুগ যুদ্ধের কথা বলে না।’’
ফরাসি রাষ্ট্রপতি তার ভাষণে সেই প্রসঙ্গ তুলে এনেই জাতিসংঘের সাধারণ অধিবেশনের মঞ্চ থেকে শান্তির পক্ষে জোরদার সওয়াল করেন। ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেন, এটা যুদ্ধের সময় নয়। তিনি জানান “এটা পশ্চিমী দেশের বিরুদ্ধে প্রতিশোধ বা পূর্বের দেশগুলির বিরোধিতা করার সময় নয় বরং এই সময়টা হল মিলিতভাবে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার, একসঙ্গে মিলিত হয়ে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করার।”
উল্লেখ্য,রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে বলা মোদীর এই কথার প্রশংসা চলছে বিশ্ব জুড়ে। শুধু তাই নয় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ভাষণেও উঠে আসছে সেই প্রসঙ্গ।
PM Narendra Modi was right, time is not for war: Macron At UN