সুদীপ ঘোষঃ উৎসবের নাম ছাতা পরব। হ্যাঁ, ঠিকই শুনছেন। ছাতা উৎসব হয় বাংলার বুকে। তবে কলকাতার আশেপাশে নয়। ছাতা উৎসব হল সুদূর পলাশের দেশ পুরুলিয়ার মাটিতে। বাঙালির বারো মাসে তেরো পার্বর্ণের এক পার্বণ ছাতা উৎসব। গত দুবছর করোনা মহামারীর কারণে বন্ধ থাকার পর এবছর জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হল পুরুলিয়ার ছাতা মেলা।
ইন্দ্রদেবের পুজো ও রুমাল ওড়ানোর পর গগনচুম্বী সাদা ছাতা উত্তোলন করে এই মেলার উদ্বোধন করেন পুরুলিয়ার পঞ্চকোট রাজপরিবারের বংশধর। আদিবাসীদের ধামসা ও মাদলের তালে নৃত্য, বাউল গান, ঝুমুর গান, ছৌ নাচ , মুরগি লড়াই, এর সঙ্গে রকমারি জিনিসের দোকান, হস্তশিল্পের জিনিস ও কৃষিজ পণ্যের পসরা সাজিয়ে জমজমাট রাজ্যের প্রাচীনতম এই মেলা।
পুরুলিয়া শহর থেকে মাত্র ১১ কিমি দূরে চাকলাতোরের মাঠে ছাতা পরবে ভীড় জমল হাজার হাজর মানুষের। সারা বছরের দুঃখ কষ্ট ভুলে একদিনের বিরাট এই মেলায় হাসি খুশিতে মেতে ওঠে সাঁওতাল সমাজের মানুষ। আদিবাসীদের সাথে এই মিলন মেলায় যোগ দেয় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এমনকি ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন শ্রেণীর হাজার হাজার মানুষ।
কথিত আছে, প্রাচীন পঞ্চকোট রাজারা পার্শ্ববর্তী রাজ্যের সাথে যুদ্ধে জয়ী হয়ে শান্তির বার্তা স্বরূপ এই সাদা ছাতা উত্তোলন করেন শত্রু রাজ্যের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন । আর এই ছাতা উৎসব সেই শান্তি ও বন্ধুত্বেরই স্মরণে এখনও প্রচলিত। অনেকে আবার বলেন, ইংরেজ সাহেবদের বিরুদ্ধে সাঁওতাল আদিবাসীদের নিয়ে চুয়াড় বিদ্রোহে সাময়িক জয়লাভ করে জঙ্গলমহলের পুরুলিয়া প্রদেশের পঞ্চকোট ও কাশীপুরে রাজারা এই ছাতা মেলার প্রচলন করেন। সেই প্রাচীন কাল থেকেই ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস বয়ে নিয়ে আসছে এই বিরলতম উৎসব।
প্রাচীন এই মেলার সাথে জড়িয়ে অদ্ভুত কিছু রীতি। এই মেলায় ঘুরতে ঘুরতেই আদিবাসী তরুণ- তরুণীরা নিজেদের জীবনসঙ্গী পছন্দ করেন। আর একবার মনের মতো জীবন সঙ্গী পছন্দ হয়ে গেলেই এক রাত্রেই সোজা বিয়ে।
ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো, রান্না পুজো ও ভাদু পুজোর সাথেই ছাতা মেলায় ভীড় করেন মানভুম ও মল্লভূমের বিরাট সংখ্যক সাধারণ মানুষ। জঙ্গলমহলে খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষের সারাবছরই সঙ্গী অভাব- অনটন, অবহেলা ও প্রাকৃতিক বিপর্যয়। সে সব দুঃখ-কষ্টের কথা ভুলে খুশি মনে পরিবার নিয়ে মেতে উঠে এই ছাতা উৎসবে। বাংলার পশ্চিমাঞ্চলের মানুষের রয়েছে নিজস্ব লোক উৎসব ও সংস্কৃতি। সেই লোক উৎসবই প্রতিবছর আনন্দ নিয়ে আসে জল- জঙ্গল- পাহাড়ের রাঙা মাটিতে। ঠিক সেভাবেই পুরুলিয়ার মানুষ মেতে উঠলো লোক উৎসব ছাতা মেলাতে।
Purulia | ChataMela | festival | WestBengal|
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ