ওয়েব ডেস্কঃ ভারতীয় জলসীমার ৬ মাইল ভিতরে ভারতীয় কোস্ট গার্ড (India Coast Gurad) এবং গুজরাট সন্ত্রাস দমন বিভাগের (Gujarat ATS) যৌথ অভিযানে একটি পাকিস্তানি নৌকাকে আটক করা হয়েছে। নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ৪০ কেজি মাদক যার আনুমানিক মুল্য 200 কোটি টাকা ।
ঘটনায় গুজরাটের (Gujarat) উপকূল থেকে গ্রেপ্তার করা হয়েছে ছয় পাকিস্তানিকে। আই জি সি সূত্রের খবর ভারতের নানা প্রান্তে এই পাকিস্তানি ড্রাগ পাচারের জন্যই নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে ছোট মাছ ধরা নৌকোয় ভারতে ঢোকার চেষ্টা করেছিল তারা। বন্দি দের জিজ্ঞাসা বাদের মাদ্যমে ঘটনার তদন্ত চালাচ্ছেন উপকূল রক্ষা বাহিনী।
গুজরাটের সন্ত্রাস দমন বিভাগ এবং ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর তরফে যৌথ অভিযান চালিয়ে ওই ছয় পাক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বিবৃতি থেকে জানা গেছে ভারতের জলসীমার ছয় মাইল ভিতরে পাকিস্তানি নৌকাটিকে পাওয়া গিয়েছে। জাখাউ উপকূলের কাছে আটক করা হয় নৌকাটিকে। সেখান থেকে প্রায় ৪০ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তার দাম প্রায় ২০০ কোটি টাকা। আপাতত জাখাউতে এনে পাক নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা ।
প্রসঙ্গত, মাদক পাচারের ঘটনা এটাই প্রথম নয়। গত জুন মাসে সাতজন পাক নাগরিক সহ একটি নৌকা আটক করা হয়েছিল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ