সন্তু সামন্তঃ সময়টা ষাটের দশক। সিনেমা জগতে মুক্তি পেল অন্য ধারার ছবি ‘ব্রেথলেস’। সাল ২০১৮। বক্স অফিসে সাড়া ফেলল ‘দ্য ইমেজ বুক’। দীর্ঘ ৫৮ বছর। সিনেমার ভাবধারা বদলে দেওয়া পরিচালক নিজের অসমাপ্ত কাজের দায়িত্ব ফেলে না ফেরার দেশে চলে গেলেন আজকের দিনে। আজ ১৩ সেপ্টেম্বর। কথায় আছে ‘Unlucky 13’। সিনেপ্রেমিদের কাছে সত্যি আনলাকি থার্টিন। প্রয়াত হলেন পরিচালক জঁ লুক গদার (Jean Luc-Godard)।
গত বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শারীরিক অসুস্থতার কারণে কেরালায় আসতে পারেননি। ভার্চুয়াল সাক্ষাৎকারে জানিয়েছিলেন আর ২ টো সিনেমা করেই চলচ্চিত্র জগতকে গুডবাই জানাবেন। কিন্তু তার আগেই নক্ষত্রপতন। এক অধ্যায়ের পরিসমাপ্তি।
প্যারিসের এক উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়া গদার নিজের কেরিয়ার জীবন শুরু করেছিলেন ‘ব্রেথলেস’ দিয়ে। প্রাতিষ্ঠানিক রীতিনীতি, সামাজিক ট্যাবু কে সিনেমার আয়নায় ফেলে সমালোচনা করার সাহস দেখিয়ে চলচ্চিত্র জগতে অন্য এক ধারার জন্ম দিয়েছিলেন। ‘জাম্প কাট’, ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউ এস এ’র মত কালজয়ী সিনেমা উপহার দেওয়া গদার এর শেষ সিনেমা ‘দ্য ইমেজ বুক’ সম্মানিত হয়েছে ‘প্যাম ডিঅর’এ।
কিছুদিন আগেই গদার কে শ্রদ্ধা জ্ঞাপন করে তৈরি ওড়িয়া ভাষার সিনেমা ‘আদিউ গদার’ মুক্তি পেয়েছে। আর ৩ দিন পরেই কলকাতা এবং মুম্বাই তে মুক্তি পাওয়ার কথা পরিচালক অমর্ত্য ভট্টাচার্যর এর ‘আদিউ গদার’। ছবিটি ইতিমধ্যেই ২০২২ সালের কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মানও পেয়েছে। সূত্রের খবর, জঁ লুক গদার এর অফিসে পাঠানো হয়েছিল তাঁকে উৎসর্গ করা ছবি। কিন্তু তাঁর প্রতিক্রিয়া সুদূর ফ্রান্স থেকে আশার আগেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন জঁ লুক গদার।