স্নিগ্ধা হালদারঃ পুজো আসতে আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন আর এর মাঝেই আকাশের মুখ ভার। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবার কপালেই চিন্তার ভাঁজ। নিম্নচাপের জেরে সোমবার থেকে সারাদিন বৃষ্টি। আজও সকাল থেকেই সারা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম – মধ্য বঙ্গোপসাগরে ও উত্তর পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপটি বেশ শক্তিশালী হয়েই রাজ্যে প্রবেশ করেছে। আর তার জেরেই আজও দক্ষিণবঙ্গের ১০টি জেলা ও উত্তরবঙ্গের ৫টি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা।
তবে এই গভীর নিম্নচাপটি শক্তি হারাতে শুরু করেছে এবং ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। তাই বুধবার থেকে কিছুটা হলেও বৃষ্টিপাত কমবে।
আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের দুই ২৪পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি,বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভবনা আছে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশেপশের এলাকার আবহাওয়ার কোনো বিশেষ পরিবর্তন হবে না। আকাশ মেঘলা থাকবে। তবে এখনও পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি রয়েছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ