সন্তু সামন্তঃ কথায় আছে স্কাই ইজ দ্য লিমিট। সোনার ছেলে নীরজ চোপড়ার জন্যই বোধহয় এই প্রবাদবাক্য তৈরি হয়েছে। এই প্রথম কোনও ভারতীয় অ্যাথলিট স্পোর্টিং ইভেন্ট ডায়মন্ড লিগ এ জয়ী হয়ে কার্যত ইতিহাস রচনা করলেন।
আপনিও দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও –
জাকুব ভাল্দজ এবং জুলিয়ান ওয়েবার এর মত স্বনামধন্য খেলোয়াড় দের হারিয়ে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ৮৮.৪৪ মিটার এর রেকর্ড করলেন। আর সাথে উঠে এল ডায়মন্ড লিগ এর সেরার মুকুট।
খেলা শুরুর প্রথম প্রচেষ্টায় পিছিয়ে থাকলেও শেষ হাসি হাসেন নীরজই। প্রথম প্রচেষ্টায় ৮৪.১৫ মিটার থ্রো করেন। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮.৪৪ মিটার থ্রো করে কার্যত তাক লাগিয়ে দেন সারা বিশ্বকে। তাক লাগারই কথা। কারণ, জ্যাভলিন স্টার জাকুব ভাল্দজ এর মত অ্যাথলিট যেখানে ৮৬.৯৪ মিটার থ্রো করেছেন সেখানে প্রায় ২ মিটার বেশি বর্ষা নিক্ষেপ করলেন সোনার ছেলে নীরজ চোপড়া। আগামী প্রজন্মের অ্যাথলিটদের চাঙ্গা করার জন্য তাঁর এই পারফরম্যান্স ই যথেষ্ট।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ