তিয়াশা ভক্তা: চলতি বছরে পরাক্রম দিবসে নেতাজীর ১২৫ তম জন্মবার্ষিকী স্মরণ করে হলোগ্রাম মূর্তি উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যে ৭ টায় সেই একই স্থানে নেতাজীর ২৮ ফুটের গ্রানাইট মূর্তি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী।
রাজপথের বদল ঘটিয়ে ‘ কর্তব্যের পথ’এ পা রেখে ‘কদম কদম বরায়ে যা’ র সুরে প্রধানমন্ত্রী উন্মোচন করবেন এই মূর্তি। সুদূর তেলেঙ্গানা থেকে দিল্লি আসতে পাড়ি দিতে হয়েছে ১৬৬৫ কিমি। যার জন্য ১৪০ টা চাকা বিশিষ্ট ১০০ ফুট এর বিশেষ ট্রাক তৈরি করা হয়েছিল। শিল্পী অরুণ যোগিরাজ এর তত্ত্বাবধানে প্রায় ২৬০০০ ঘণ্টা শ্রমের বিনিময়ে তৈরি হয়েছে এই মূর্তি। উল্লেখ্য, আধুনিক যন্ত্রের সাহায্যে ঐতিহ্যবাহী টেকনিক প্রয়োগে সম্পূর্ণ হাতেই তৈরি হয়েছে ৬৫ মেট্রিক টনের গাঢ় কৃষ্ণকায় গ্রানাইট শিল্পকলা।
জানা গেছে ভারতের ঐতিহ্য বহন করতে ঐতিহ্যবাহী মণিপুরী শঙ্খ ও কেরালার পঞ্চ বাদ্যের সাথে প্রধান মন্ত্রী উদ্বোধন করবেন এই নেতাজির মূর্তি। সাথে থাকবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০০ নৃত্য শিল্পীর নৃত্য প্রদর্শনী। মূর্তি উন্মোচনের সাথে সাথে বেজে উঠবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গীত ‘ কদম কদম বাড়ায়ে যা ‘।
আজকের মূল অনুষ্ঠানের পর ০৯/০৯/২০২২ থেকে ১১/০৯/২০২২ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৯ টায় অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান। জনসাধারণের জন্য এই তিন দিন ইন্ডিয়া গেটে সন্ধ্যা ৮ টায় নেতাজির জীবনী নিয়ে একটি দ্রোণ শো পরিবেশিত হবে। সাক্ষী থাকতে পারেন আপনিও।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ