মৌপিয়া মাইতি: দেশের হয়ে একের পর এক পদক এনে দিয়ে কার্যত ইতিহাস গডছেন সোনার ছেলে নীরজ চোপড়া (NeerajChopra)। এর আগে অলিম্পিকে ১৩ বছরের খরা কাটিয়ে ভারতকে সোনা এনে দেন তিনি।
এবার লুসেন ডায়মন্ড লিগে (LausanneDiamondLeague) ৮৯.০৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস গড়লেন তরুণ জ্যাভলিন তারকা। পাশাপাশি প্রথম ভারতীয় হিসাবে লুসেন ডায়মন্ড লিগ মিটিং খেতাবের মর্যাদা অর্জন করলেন।
লুসেন ডায়মন্ড লিগ মিটিং খেতাব অর্জন করায় সুযোগ পেলেন ডায়মন্ড ফাইনাল লিগে। চলতি বছরের ৭ এবং ৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিচে অনুষ্ঠিত হবে এই লিগ। এর পাশাপাশি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও নিজের স্থান নিশ্চিত করলেন নীরজ।
উল্লেখ্য, প্রথম প্রচেষ্টাতেই ৮৯.০৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন সোনার ছেলে নীরজ। তাঁর থেকে বেশ খানিকটা কম স্কোর (৮৫.৮৮ মিটার) করে দ্বিতীয় স্থান দখল করেন জেকুব ভালেচ। তৃতীয় স্থান অর্জন করেন আমেরিকার কার্টিস থম্পসন। তাঁর স্কোর ৮০.০৪ মিটার ।
প্রসঙ্গত, কিছুদিন আগে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশপে চোট পাওয়া সত্ত্বেও রুপোর পদক জয় করেন । ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় ভারতের ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটে তাঁরই সৌজন্যে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ