অপেক্ষার অবসান, ছবির ঘোষণার প্রায় এক বছর পর অবশেষে মুক্তি পেল কাছের মানুষ (Kacher Manush) সিনেমার ট্রেলার। ট্রেলার শুরু হয় বিকাশ রায় এবং অনুপ কুমারের জীবন-মৃত্যুর কথোপকথন দিয়ে। অর্থাৎ ১৯৬৪ সালে রাজেন তরফদার পরিচালিত ‘জীবন কাহিনি’ ছবির দৃশ্য সেখানে দেখানো হয়। সেই সিনেমা টি যারা দেখেছেন তাঁরা বুঝতেই পারবেন পুরনো গল্প টি কেই নতুন প্রেক্ষাপটে সাজিয়েছেন পরিচালক পথিকৃৎ বসু।
ট্রেলারে দেখা যায় মায়ের চিকিৎসার জন্য প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)-এর কাছে একটি ইন্সোরেশন পলিসি করে দেব (Dev)। তাই এবার চুক্তি অনুযায়ী তাঁর মরার পালা। তবে যেমন তেমন মৃত্যু নয়। এমন ভাবে মরতে হবে যাতে আত্মহত্যা কে আইনী চোখে দুর্ঘটনা বলে মনে হয়। কখনও ট্রেন লাইন, কখনও গঙ্গা নদী, কখনও বা উঁচু বাড়ির ছাত, প্রসেনজিৎ না না উপায় দেখিয়ে দিলেও মরা আর হয়ে ওঠে না ছবিতে দেবের চরিত্র টির । ইতি মধ্যে দেবের জীবনে আসে ঈশা। অ্যাকশন থ্রিল রোমান্সের মধ্যে এভাবেই এগোতে থাকে জীবন মৃত্যুর গল্প। শেষ জয় কার হল তা জানতে অবশ্যয় অপেক্ষা করতে হবে আরও এক মাস।
বলা বাহুল্য ছবির মুল ছরিত্রে আছেন দেব ও প্রসেনজিৎ। দেবের মায়ের চরিত্রে দেখা গেল তুলিকা বসু কে। দেবের বান্ধবীর চরিত্রে দেবের সাথে দ্বিতীয় বার দেখা যাবে ইশা সাহা কে। এর আগে গোলন্দাজ এ দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন ইশা। কাছের মানুষ এর পরিচালনা করেছেন পথিকৃৎ বসু । প্রযোজক দেব নিজেই । ছবি টি মুক্তি পাবে ৩০ শে সেপ্টেম্বর। বাঙ্গালির সেরা পুজোর শুরুতেই ‘কাছের মানুষ’ নিঃসন্দেহে একটা বড় উপহার বাংলার সিনেমা প্রেমীদের জন্য।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ