অঙ্কনা ভট্টাচার্য্য : এই নিয়ে দ্বিতীয়বার। কোভিডে আক্রান্ত বিগ-বি (Big-B)। কোভিড আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে টুইট করে জানান, যারা বিগত কদিনে তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরাও যেন টেস্ট করিয়ে নেন।
প্রসঙ্গত, ২০২০র জুলাই মাসে প্রথমবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ভর্তি করতে হয়েছিল নানাবতী হাসপাতালে। সেবার পুত্র অভিষেক এবং পুত্রবধূ ঐশ্বর্যর ও করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের বিছানায় শুয়েই টুইটে সকলকে সাবধান থাকার কথা জানিয়েছিলেন। সেবার যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদেরও কোভিড টেস্ট করার অনুরোধ করেছিলেন।
এই নিয়ে দুবার করোনা আক্রান্ত হওয়ায় স্বভাবতই উদ্বেগের ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, সারা দেশে কোভিডে আক্রান্ত এর সংখ্যা (as of 23/08/2022) প্রায় ৯৭ হাজার। পশ্চিমবঙ্গে নতুন করে (as of 23/08/2022) করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। সুস্থ হয়েছেন ৪২৯ জন। সুস্থতার হাত ৯৮.৮২%। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডে আক্রান্ত এর সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ২২২ জন। সুস্থ হয়েছেন ২০ লক্ষ ৮০ হাজার ২৯৯ জন। গতকালের হিসেবে ভ্যাকসিন নিয়েছেন ২ লক্ষ ৬৫ হাজার ৫০৭ জন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ