সন্তু সামন্তঃ চিড়িয়াখানায় গিয়ে পশু পাখিদের দেখতে কার না ভালো লাগে ? ছুটির দিনে টিকিট কাউন্টারে লম্বা লাইন থাকে। স্কুল থেকে ছাত্র ছাত্রী দের শিক্ষামূলক ভ্রমণে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার ছবি আমাদের সবার কাছে পরিচিত দৃশ্য। কিন্তু এমনটা যদি হত ! খাঁচায় রয়েছে মানুষ, আর চিড়িয়াখানায় বাঘ ভালুক দেখতে যাওয়ার মত পশু পাখিরা আসছে সমবেত ভাবে।
ভাবতেই গা শিউরে উঠছে তো ? অবাক হচ্ছেন তো , ভাবছেন এ আবার হয় নাকি ? বাস্তবেই এমনটা করে দেখাল চিন। চিনের ছংকিং শহরে এমনই একটি চিড়িয়াখানার খোঁজ মিলল। ব্যবসা সংক্রান্ত বই ‘Shine’ এর লেখক তানসু ইয়েগেন সম্প্রতি একটি ভিডিও টুইট করেছেন। যেখানে মানুষ রয়েছে খাঁচা বন্দী আর দর্শনার্থী বাঘ ভালুক এর মত হিংস্র প্রাণী। এমন একটি ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায় ? আপনিও দেখুন সেই চিড়িয়াখানার এক টুকরো ভিডিও –
জানা গেছে, চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের খাঁচায় খাবার দিয়ে দেওয়া হয়, যাতে করে পশু পাখিরা আকৃষ্ট হয়ে খাবার খেতে আসে। খাঁচায় ছোটও ছোটও ফাঁকও থাকে। যেখান দিয়ে চাইলে দর্শনার্থীরাও খাবার দিতে পারবেন। তবে হ্যাঁ, এমনটা নয় যে পশুরা সম্পূর্ণ উন্মুক্ত। তাদের এলাকা ঘিরে রাখা হয়েছে। আর সেই এলাকায় খাঁচাবন্দী হয়ে দর্শনার্থীরা বাঘ ভালুক দেখতে যান। প্রায় ৮ বছর আগে এই চিড়িয়াখানা তৈরি করা হয়েছিল। এখন তা চিনের দেশীয় পর্যটক ছাড়াও বিদেশিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ