সন্তু সামন্তঃ দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের ২ দিন অতিক্রান্ত। অখন্ড ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ফসল আজকের স্বাধীন ভারত। তাঁদের সংগ্রামের ইতিহাস শুধু পড়ার পাতায় নয়, আন্দোলিত হয়েছে সিনেমাজগতেও। অখন্ড বাংলার অগ্নিকন্যা কল্পনা দত্ত (Kalpana Dutta) স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম নাম। তাঁর সংগ্রামী ইতিহাসকে শ্রদ্ধা জানাতে ডি ডি বাংলাতে আজ রাত ৮ টায় দেখানো হবে ডকুমেন্টারি ফিল্ম “অগ্নিকন্যা” (Agnikanya)।
গতমাসেই ছিল তাঁর জন্মদিন। ব্রিটিশ ভারতের চট্টগ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। ম্যাট্রিকুলেশন পাশের পর সায়েন্স নিয়ে কলেজে পড়ার জন্য কলকাতায় আসেন। ভর্তি হন বেথুন কলেজে। আর এখান থেকেই শুরু হয় তাঁর সংগ্রামী যাত্রার।
মাস্টারদা সূর্য সেন এর তৈরি ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ তে যোগদান এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তাঁর অবদান তাঁকে স্বাধীনতা সংগ্রামীদের প্রথম সারিতে নিয়ে আসে। পুরুষের ছদ্মবেশে বিপ্লবী কার্যকলাপ করতে গিয়ে ধরা পরে জেল হয়। জেল থেকে বেরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে ডিগ্রি লাভের পাশাপাশি দেশমাতৃকার মুক্তিতে বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যান। দেশ স্বাধীনের পর ইণ্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করেন।
তাঁকে নিয়ে ইতিমধ্যেই বলিউডে ‘খেল হাম জি জান সে’ নামে সিনেমা হয়েছে। আর বাংলাতে তাঁর ওপর তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম “অগ্নিকন্যা”। আজ রাত ৮ টায় ডি ডি বাংলায় (DD Bangla) সম্প্রচার হবে এই সিনেমা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ