সন্তু সামন্তঃ আর মাত্র ২ দিন ! তারপরই সারা দেশ জুড়ে পালিত হবে ৭৫ তম স্বাধীনতা দিবস। আর স্বাধীনতার এই ডায়মন্ড জুবিলি উপলক্ষ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হল – ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga)।
দেশের প্রতিটি নাগরিক যাতে এই উদ্যোগে সামিল হন তার জন্য আজ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সবার বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এর আহ্বান করেছে কেন্দ্র সরকার। তার জন্য ফ্ল্যাগ কোড এর ক্ষেত্রে কিছু সংশোধনীও আনা হয়েছে। জানা গেছে সাধারণ নাগরিকও যাতে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে সামিল হতে পারেন তার জন্যই এই সংশোধনী।
বস্তুত এতদিন জাতীয় পতাকা উত্তোলন মূলত ছিল প্রাতিষ্ঠানিক। তাই স্বাধীনতার ডায়মন্ড জুবিলি উপলক্ষ্যে নিজের বাড়িতে পতাকা উত্তোলন করে তিরঙ্গার সঙ্গে প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠবে, যা সমষ্টিগত ভাবে দেশ গঠনের প্রয়াস তৈরি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচীকে ‘হর ঘর তিরঙ্গা মুভমেন্ট’ নামে আখ্যায়িত করেছেন।
আজাদি কা অমৃত মহোৎসবের ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনে আপনিও সামিল হতে পারেন এইভাবে – বাড়িতে জাতীয় পতাকা এনে আজ থেকে ১৫ আগস্টের মধ্যে উত্তোলন করুন। হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে ডিজিটাল ফ্ল্যাগ পিন করে জাতীয় পতাকার সঙ্গে সেলফি আপলোড করতে পারবেন।
সফলভাবে এই উদ্যোগে সামিল হতে মেনে চলুন এই সকল ধাপ –
১) ওয়েব ব্রাউজারে টাইপ করুন- https://harghartiranga.com/
২) ‘পিন এ ফ্ল্যাগ’ বাটনে ক্লিক করুন
৩) আপনার তথ্য সাবমিট করুন
৪) লোকেশন অ্যাকসেস ‘allow’ করুন
৫) আপনার লোকেশনে ফ্ল্যাগ পিন করুন
সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ভারতীয় নাগরিক ফ্ল্যাগ পিন করেছেন। এর পাশাপাশি এখনও পর্যন্ত সেলফি আপলোড করেছেন দেড় কোটিরও বেশি নাগরিক।
মনে রাখতে হবে তিরঙ্গা পতাকা আমাদের দেশের প্রতিটি নাগরিকের গর্ব। তাই কোনোভাবেই যাতে তার মর্যাদা অক্ষুণ্ণ না হয় তার দায়িত্ব আমাদের সকলের।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ