অঙ্কনা ভট্টাচার্য্যঃ যারা প্রতিনিয়ত শরীরচর্চা করতে ভালোবাসেন তাদের প্রথম পছন্দ জিম বা ফিটনেস সেন্টার। দীর্ঘদিন ওয়ার্ক আউট এর ফসল হিসেবে অনেকেই আর ৫ জনের থেকে শারীরিক কসরত এ এগিয়ে থাকেন। এমনকি অভ্যাস এর জোরে একটানা অনেকগুলো পুল আপও দিতে পারেন অনেকে। কিন্তু এই কমন এক্সারসাইজ ‘পুল আপ’ যদি হেলিকপ্টারে ঝুলতে থাকা অবস্থায় কেউ করে?
হ্যাঁ, এমনটাই করে দেখিয়েছেন ২ জন ডাচ ফিটনেস ইউটিউবার। চপারের ল্যান্ডিং স্লাইডে ঝুলে পুল আপ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম লেখালেন এই দুই ফিটনেস ফ্রিক। আর এমন ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিজেদের ইউ টিউব চ্যানেল এ দিলে তা ভাইরাল না হয়ে যায় কোথায়? আপনিও দেখুন সেই ভিডিও –
স্ট্যান ব্রাউনি এবং আর্জেন অ্যালবার্স , উভয়ই নেদারল্যান্ড এর এবং দুজনেই ইউটিউব এর সঙ্গে যুক্ত। আর্জেন প্রথমে গিয়ে মিনিটে ২৪ টি পুল আপ করে ভেঙেছেন আগের আর্মেনিয়ার রোমান সহরাদিয়ানের রেকর্ড। এবং পরে ব্রাউনি অবিশ্বাস্যভাবে এগিয়ে এসে চপারের ল্যান্ডিং স্লাইড ধরে ঝুলে ২৫ টি পুল আপ মারেন।
প্রসঙ্গত, ব্রাউনি নিজের ইউ টিউব চ্যানেলেও এই রেকর্ডের ভিডিও পোস্ট করেছেন। ১০০ দিন প্র্যাকটিস করার পর এই রেকর্ড করা সম্ভব হয়েছে- এমনটাই জানিয়েছেন ব্রাউনি। লক্ষাধিক মানুষ তাঁর এই প্র্যাকটিস সেশনের ভিডিও দেখেছেন। শুভেচ্ছা আর অভিনন্দন এ ভরে গেছে তাঁর কমেন্ট বক্স।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ