সুদীপ ঘোষঃ এবার জিওগ্রাফিকাল ইন্ডিকেসানের সঙ্গে যুক্ত হল পুরুলিয়ার নাম। বর্ধমানের সিতাভোগ- মিহিদানার পর এবার জি আই ট্যাগ পেল পুরুলিয়ার ছৌ মুখোশ।
পুরুলিয়া জেলার রুক্ষ মাটির বাগমুন্ডি ব্লকের ছরিদা গ্রাম ছৌ মুখোশের জন্য বিখ্যাত । ছৌ নৃত্য পুরুলিয়ার ঐতিহ্য। এই ছৌ নৃত্যের উপর ভর করে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে বাংলার অন্যতম পিছিয়ে পড়া জেলার নাম। ছৌ হল মুখোশ নৃত্য। পুরুলিয়ার বাগমুন্ডি পাহাড়ের কোলে মুখোশ পরে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছে এই ছৌ নৃত্য। আর সেই ছৌ নৃত্যের মুখোশ এবার পেল জি আই ট্যাগ।
গত সোমবার পুরুলিয়া জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে ছৌ মুখোশ গ্রাম ছড়িদা গ্রামের ৩১জন মুখোশ শিল্পীর হাতে তুলে দেওয়া হল জি. আই ট্যাগের সংশা পত্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার জেলা শাসক রজত নন্দা ও রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। ছৌ মুখোশ শিল্পকে বিশ্বের মাঝে তুলে ধরতে দীর্ঘদিনের দাবি মেনে কেন্দ্রীয় সরকারের কাছে কি আই ট্যাগের জন্য আবেদন করে জেলা প্রশাসন। আর দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্রীয় সরকারের তরফে এই বিশেষ সম্মান দেওয়া হল ছৌ মুখোশ কে।
এই খবর সামনে আসতেই খুশির হাওয়া গোটা পুরুলিয়া জেলা জুড়ে। এতো দিন পুরুলিয়ার ছৌ নৃত্য বিশ্বের দরবারে জনপ্রিয় ছিল। এবার ছৌ নৃত্যের সঙ্গে সম্পর্কিত ছৌ মুখোশ বিশ্ব দরবারে জনপ্রিয়তা লাভ করবে। এই জি আই ট্যাগের ফলে অদূরেই ব্যাপক লাভের মুখ দেখতে চলেছে পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্পীরা বলে অনুমান। কাপড়, কাগজ, ময়ূর পালক, কাঠ ও রং ইত্যাদি দিতে তৈরি আকর্ষণীয় ছৌ মুখোশের চাহিদা বাড়তে চলেছে দেশে বিদেশে।
দার্জিলিংয়ের চা,রসগোল্লা, সিতাভোগ- মিহিদানা, মোয়া ও গোবিন্দভোগ চালের পর জি আই ট্যাগ পাওয়ায় ব্যবসায় জোয়ার আসায় বুক বাঁধছে পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্পীরা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ